শিরোনাম
◈ এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে : সিইসি ◈ যৌথ বাহিনীর অভিযানে ঢাকা মেডিক্যালে আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ গত কয়েক দিন ধরে বেড়েছে অগ্নিদুর্ঘটনা, যে সতর্কবার্তা দিল সেনাবাহিনী ◈ লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা (ভিডিও) ◈ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে: শ্রম উপদেষ্টা ◈ চাঁদপুরে রমজান উপলক্ষে কার্ড ছাড়াই দেয়া হচ্ছে টিসিবির পন্য ◈ অপরাধ বৃদ্ধিতে তরুণদের মনে ক্ষোভ ও বিস্ময়! ◈ সরকারি যানবাহনের চালকরা আইন অমান্য করলেই ব্যবস্থা: গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপহরণের ১৩ মাস পর সৌদি প্রিন্সেস সরব : আমি জেলে, বেরোতে চাই

মহসীন কবির : সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান গেল বছর তার চাচাতো বোন প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদ বিন আব্দুল আজিজকে অপহরণ করেছেন বলে খবর পাওয়া গেছে। এক বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন বাসমাহ। বৃহস্পতিবার এক টুইট বার্তায় মোহাম্মদ বিন সালমানের কাছে তার সাজা মওকুফের জন্য অনুরোধ করে একটি টুইট করেন বাসমাহ। আর্জি জানিয়েছেন বন্দিত্ব থেকে মুক্তিরও। কালের কণ্ঠ

গেল বছর সৌদি আরব থেকে পালিয়ে চিকিৎসা প্রয়োজনে সুইজারল্যান্ড যাওয়ার সময় তাকে অপহরণ করা হয়। এরপর পাসপোর্ট জালের দায়ে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে তার ফোন ব্যবহার করার কোন অনুমতি না থাকায় তার পক্ষ থেকে টুইটারে লেখা হয়, বর্তমানে আমাকে বিনা অপরাধে কারাগারে রাখা হয়েছে। আমার শরীরের অবস্থা ভালো না, যা আমাকে দিন দিন মৃত্যুর দিকে ঠেলছে। আমার চিকিৎসা জরুরী।

এবিসি পত্রিকার বরাত দিয়ে ‘মিডল ইস্ট মিরর’ জানিয়েছে, রাজপরিবারের সমালোচক হিসেবে পরিচিত নারীবাদী আন্দোলনকারী বাসমাহকে গত বছরের ফেব্রুয়ারি মাসে অপহরণ করার পর থেকে তিনি সৌদি আরবের আল-হায়ার কারাগারে বন্দি রয়েছেন। গত বছরের ফেব্রুয়ারি থেকে বাসমাহকে আল-হায়ার কারাগারের ১০৮ নম্বর সেলে আটক রাখা হয়েছে। পরিবারের সদস্যরা সপ্তাহে একবার তার সঙ্গে দেখা করতে পারেন। তবে তাকে কবে মুক্তি দেয়া হতে পারে পরিবারের সদস্যরা তা জানেন না।

৫৬ বছর বয়সি প্রিন্সেস বাসমাহ তার মেয়েকে নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে পারেন বলে সন্দেহ হওয়ার কারণে যুবরাজ সালমান তাকে অপহরণ করেন। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও ফুটেজ দেখা যায় আটজন পুরুষের একটি দল বাসমাহ’র প্রাসাদে হানা দিয়েছে এবং তারা সিসিটিভি ক্যামেরার অস্তিত্ব টের পেয়ে ক্যামেরা ঢেকে ফেলার বা অকার্যকর করে ফেলার চেষ্টা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়