শিরোনাম
◈ চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা: মিলেছে নিহতদের পরিচয়, কাগজে যা লিখেছেন বেঁচে থাকা ব্যক্তি (ভিডিও) ◈ জ্যোতির রেকর্ডের পর ফারজানারও শতক, ম্যাচ ড্র ◈ ওর হাজবেন্ডের মত আমাদের আজাইরা স্ক্রিনশট বেচার ব্যবসা নাই! সোহানা সাবার পোস্ট ◈ ক্রিকেট খেলা দেখতে এসে স্টেডিয়ামেই এক তরুণী সন্তান জন্ম! ◈ এবার আদানি পাওয়ার শ্রীলঙ্কার কাছে বেচতে চায় বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে লড়তে হবে বাংলাদেশকে  ◈ চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের নিন্দা ও জড়িতদের বহিষ্কার ◈ মেঘনায় জাহাজে সাত খুন: যা  বললেন জাহাজের মালিক দিপলু রানা ◈ দেশের বাজারে কমলো সোনার দাম, কার্যকর মঙ্গলবার ◈  চাঁদা না পেয়ে জামায়াত নেতার পায়ের রগ কেটে দিল চাঁদাবাজরা

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৪:৩৫ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রত্নতত্ত্ববিদদের খোঁজে বেরিয়ে এলো বরফের নিচে চাপা পড়া প্রায় দু’হাজার বছরের পুরনো জনপদ

ইয়াসিন আরাফাত : [২] সম্প্রতি প্রত্নতত্ত্ববিদ লারস হোলগার পাইলো এবং তার দল এই জনপদটি খুঁজে পেয়েছেন। তাদের গবেষণা অ্যান্টিকুইটি নামক জার্নালে প্রকাশিত হয়েছে। ডেইলি মেইল ইউকে

[৩] জানা যায়, গবেষণার জন্য নরওয়ের অপল্যান্ডের দিকে যাচ্ছিলেন তারা। এসময় রাত্রি যাপন ও বিশ্রামের জন্য নরওয়ের লেন্ডব্রিনে তাঁবু ফেলেন তারা। সেখানে বহু প্রাচীন ঘোড়ার মল দেখতে পান তারা। গবেষণায় জানতে পারেন, ঘোড়ার ওই মল অন্তত এক হাজার বছরের পুরনো। এই এলাকায় এত পুরনো ঘোড়ার মল দেখে কিছুটা আশ্চর্য হয়েযান তারা। দ্যা গার্ডিয়ান

[৪] বিস্ময়ের ধরে রাখতে না পেরে চারপাশে খোঁজ শুরু করেন গবেষকদের দল এ সময় সেখান থেকে উলের তৈরি একটি জামার টুকরো খুঁজে পান।যার বয়স অন্তত এক হাজার আটশো বছর। এতে তাদের বিস্ময়ের মাত্রা আরও বাড়িয়ে তোলে। চারিদিকে ছড়িয়ে গিয়ে খোঁজ শুরু করে সেই দল। বিভিন্ন রকমের জিনিস উদ্ধার করতে শুরু করেন তারা। প্রায় ১ হাজার রকমের বহু পুরনো জিনিস উদ্ধার করেন তারা। দ্যা গার্ডিয়ান

[৫] গবেষণায় জানা যায়, খুঁজে পাওয়া জিনিসগুলো এত দিন ধরে বরফের নীচে ঢাকা পড়ে ছিল। সূর্যের রোদও তাদের কাছে পৌঁছায়নি। উষ্ণায়নের ফলে বরফের স্তর গলে যাওয়ায় এত বছর পর সেগুলো আবার উপরে উঠে এসেছে।

[৬] প্রত্নতত্ত্ববিদ পাইলো জানিয়েছেন, বরফে ঢাকা এই অঞ্চল এক সময় জনপদ হিসাবে ব্যবহার করতেন মানুষ। এই পথ দিয়েই যাতায়াত ছিল তাদের। কিন্তু ক্রমে রাস্তা পুরোটাই বরফে ঢাকা পড়ে যাওযায় যাতায়াত বন্ধ হয়ে যায়। যাতায়াতের পথেই সম্ভবত এই সমস্ত জিনিস ফেলে দিয়েছিলেন তারা। এগুলো ছিল তাদের পরিত্যক্ত জিনিসপত্র। সেগুলোই এত বছর পর উপরে উঠে এসেছে। নিউ ইয়র্ক টাইমস

[৭] খুঁজে পাওয়া পুরনো জিনিসগুলোর মধ্যে প্রত্নতত্ত্ববিদ পাইলোর সবচেয়ে পছন্দের আবিষ্কার ছোট একটি কাঠের টুকরো।যা গবাদি পশুর বাছুর যাতে মায়ের দুধ খেতে না পারে, সে জন্য এই কাঠের টুকরোটি ব্যবহার করতেন সে যুগের মানুষ। নিউ ইয়র্ক টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়