শিরোনাম
◈ বনশ্রীতে ‘স্বর্ণ ব্যবসায়ীকে’ গুলি করে পালাল দুর্বৃত্তরা (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল ◈ ধানমন্ডিতে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং (ভিডিও) ◈ অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৮৫ ◈ এখনো পদত্যাগ করিনি: নাহিদ ইসলাম ◈ অন্তবর্তীকালীন সরকার তাদের লক্ষ্য থেকে ‘কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ' : তারেক রহমান

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৪:৩৫ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রত্নতত্ত্ববিদদের খোঁজে বেরিয়ে এলো বরফের নিচে চাপা পড়া প্রায় দু’হাজার বছরের পুরনো জনপদ

ইয়াসিন আরাফাত : [২] সম্প্রতি প্রত্নতত্ত্ববিদ লারস হোলগার পাইলো এবং তার দল এই জনপদটি খুঁজে পেয়েছেন। তাদের গবেষণা অ্যান্টিকুইটি নামক জার্নালে প্রকাশিত হয়েছে। ডেইলি মেইল ইউকে

[৩] জানা যায়, গবেষণার জন্য নরওয়ের অপল্যান্ডের দিকে যাচ্ছিলেন তারা। এসময় রাত্রি যাপন ও বিশ্রামের জন্য নরওয়ের লেন্ডব্রিনে তাঁবু ফেলেন তারা। সেখানে বহু প্রাচীন ঘোড়ার মল দেখতে পান তারা। গবেষণায় জানতে পারেন, ঘোড়ার ওই মল অন্তত এক হাজার বছরের পুরনো। এই এলাকায় এত পুরনো ঘোড়ার মল দেখে কিছুটা আশ্চর্য হয়েযান তারা। দ্যা গার্ডিয়ান

[৪] বিস্ময়ের ধরে রাখতে না পেরে চারপাশে খোঁজ শুরু করেন গবেষকদের দল এ সময় সেখান থেকে উলের তৈরি একটি জামার টুকরো খুঁজে পান।যার বয়স অন্তত এক হাজার আটশো বছর। এতে তাদের বিস্ময়ের মাত্রা আরও বাড়িয়ে তোলে। চারিদিকে ছড়িয়ে গিয়ে খোঁজ শুরু করে সেই দল। বিভিন্ন রকমের জিনিস উদ্ধার করতে শুরু করেন তারা। প্রায় ১ হাজার রকমের বহু পুরনো জিনিস উদ্ধার করেন তারা। দ্যা গার্ডিয়ান

[৫] গবেষণায় জানা যায়, খুঁজে পাওয়া জিনিসগুলো এত দিন ধরে বরফের নীচে ঢাকা পড়ে ছিল। সূর্যের রোদও তাদের কাছে পৌঁছায়নি। উষ্ণায়নের ফলে বরফের স্তর গলে যাওয়ায় এত বছর পর সেগুলো আবার উপরে উঠে এসেছে।

[৬] প্রত্নতত্ত্ববিদ পাইলো জানিয়েছেন, বরফে ঢাকা এই অঞ্চল এক সময় জনপদ হিসাবে ব্যবহার করতেন মানুষ। এই পথ দিয়েই যাতায়াত ছিল তাদের। কিন্তু ক্রমে রাস্তা পুরোটাই বরফে ঢাকা পড়ে যাওযায় যাতায়াত বন্ধ হয়ে যায়। যাতায়াতের পথেই সম্ভবত এই সমস্ত জিনিস ফেলে দিয়েছিলেন তারা। এগুলো ছিল তাদের পরিত্যক্ত জিনিসপত্র। সেগুলোই এত বছর পর উপরে উঠে এসেছে। নিউ ইয়র্ক টাইমস

[৭] খুঁজে পাওয়া পুরনো জিনিসগুলোর মধ্যে প্রত্নতত্ত্ববিদ পাইলোর সবচেয়ে পছন্দের আবিষ্কার ছোট একটি কাঠের টুকরো।যা গবাদি পশুর বাছুর যাতে মায়ের দুধ খেতে না পারে, সে জন্য এই কাঠের টুকরোটি ব্যবহার করতেন সে যুগের মানুষ। নিউ ইয়র্ক টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়