শিরোনাম
◈ বেলজিয়ামকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইতালি, ইসরায়েলে হোঁচট খেলো ফ্রান্স ◈ বিশ্বকাপ বাছাই, ১০ জনের ভেনেজুয়েলার সঙ্গে ড্র করলো ব্রাজিল ◈ বিশ্বকাপ বাছাই, আর্জেন্টিনা হেরে গেলো প্যাগুয়ের কাছে ◈ জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা মোহাম্মদ আশরাফুলের ◈ মোহাম্মদ সালাহ চলতি মৌসুমে লিভারপুলের হয়ে  সব শিরোপা জিততে চান  ◈ ফুটবলে ভিএআরের জায়গায় আসছে এফভিএস ◈ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি নৌ বাণিজ্য শুরু হওয়ায় উদ্বিগ্ন ভারত ◈ হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা ◈ ছাত্রদল নেতার ছুরিকাঘাতে বিএনপি–জামায়াতের ৬ নেতা-কর্মী আহত ◈ কাকরাইল মসজিদে সকাল থেকে নিরাপত্তা জোরদার, অবস্থান নিলেন সাদপন্থীরা(ভিডিও)

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ১০:১১ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দানিশ কানেরিয়ার সঙ্গে ফয়সাল ইকবালের কথার যুদ্ধ চরমে

স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তানের সাবেক এ দুই ক্রিকেটারের কথা যুদ্ধ থামছেই না। স¤প্রতি ফয়সালের টুইটের জবাবে কানেরিয়া বলেছিলেন, ‘নিজের পরিসংখ্যান দেখো।’ এরপর ফয়সাল আবার তোপ দেগেছেন, ম্যাচ ফিক্সার ও মিথ্যাবাদীর ক্যারিয়ারের চেয়ে তার ক্যারিয়ার ভালো। কেননা তাতে কলঙ্কের দাগ নেই।

[৩] হিন্দু ধর্মালম্বী কানেরিয়া ধর্মকে পুঁজি করে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ তুলেছেন ফয়সাল। এরপর যেনো লড়াইটা আরো ঘোলাটে হয়ে উঠছে।
[৪] ঘটনার সূত্রপাত গত ১৩ই এপ্রিল। কানেরিয়ার বোলিংয়ের একটি ভিডিও রিটুইট করেছিলেন ইকবাল। যেটি ছিল ২০০৬ সালে মুলতান টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিংবদন্তি ব্রায়ান লারাকে একটি ওভারে গুগলি মারার পর স্লেজিং করেন কানেরিয়া। এরপর লারা পরপর তিনটি ছক্কা ও একটি চার মারেন।

[৫] ওই ভিডিও রিটুইট করে ফয়সাল ক্যাপশন লেখেন, ‘পাকিস্তানের ১২তম খেলোয়াড় হিসেবে সেদিন গ্যালারিতে ছিলাম। কানেরিয়ার চোখ পাকিয়ে লারাকে ভড়কে দেয়ার চেষ্টা করেছিল। কিন্তু পরে নিজেই ভড়কে গেল।’

[৬] জবাবে কানেরিয়ার টুইট, ‘দয়া করে আগে নিজের পরিসংখ্যান দেখো। যে ম্যাচগুলো আমি জিতেছি এটাও উল্লেখ করো। যা হোক লারা একজন লিজেন্ডারি ব্যাটসম্যান। আমি তাকে অনেক সম্মান করি।’ কানেরিয়া আরো বলেন, ‘ক্যারিয়ারে ৫ বার লারার উইকেটও নিয়েছি। তিনি ভালো ক্রিকেটার ছিলেন। পিসিবি আমাকে সাপোর্ট দিলে আমি অনেক রেকর্ড ভাঙতে পারতাম।’

[৭] কিছুদিন আগে কানেরিয়া গুরতর অভিযোগ তুলেছেন হিন্দু হওয়ায় পাকিস্তান দলে সবাই তাকে অবহেলাও করতো। এরপরই পাকিস্তানের অন্য ক্রিকেটারদের চক্ষুশূল হয়ে পড়েছেন কানেরিয়া। তাকে মিথ্যাবাদীয় বলেছেন অনেকেই। এবার বললেন ফয়সাল ইকবাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়