অমল তালুকদার,পাথরঘাটা প্রতিনিধি: [২] বরগুনার পাথরঘাটা উপজেলার ৩ নং চরদুয়ানি ইউনিয়নের ২ নং ওয়ার্ড দক্ষিণ চরদুয়ানি গ্রামে জাটকা নিধনে বিরত থাকা জেলেদের জন্য সরকার কর্তৃক প্রদত্ত চাল বিতরণের নামের তালিকায় বিত্তবানদের নাম রয়েছে।
[৩] এঘটনায় উল্লেখিত এলাকার নূরুমিয়া নামে এক দিনমজুর পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিয়োগ করেছেন।
[৪] জানা গেছে উল্লেখিত ওয়াডে ৬৮৪ জন নিবন্ধনকৃত জেলে থাকলেও বর্তমান সময় ২৭৩ জন জেলেদের নামে চাল বরাদ্দ হয়। নিয়ম অনুযায়ী ৬৮৪ জন জেলেদের মধ্যে বাঁছাই করে একান্ত গরীব দেখে তালিকাভুক্ত করার কথা থাকলেও একাধিক ধনী লোকের নাম রয়েছে উক্ত জেলেদের তালিকায়। এর মধ্যে মাহবুব রাজা নামে উল্লেখযোগ্য এক ধনী ব্যক্তির নাম থাকায় ক্ষোভে ফুঁসে ওঠে এলাকাবাসী।
[৫] এব্যাপারে সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ শাহিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযুক্ত মাহবুব রাজার নামের তালিকা আমি করিনি।
[৬] অভিযুক্ত মাহবুব রাজার কাছে জানতে চাইলে তিনি বলেন আমার নামের তালিকা করার সময় আমি বাড়িতে না থাকায় কে তালিকা করছেন তা আমার জানা নাই।
তিনি উল্টো অভিযোগে বলেন, উল্লেখিত ইউপি সদস্য আমার চেয়েও ধনি লোকের নাম তালিকাভুক্ত করেছেন।
[৭] এব্যাপারে সংশ্লিষ্ট চরদুয়ানী ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মেদ ফিরোজ বলেন, মাহবুব রাজার নাম তালিকাভুক্ত করার বিষয়ে আমারও কিছুই জানা নেই। অথচ এঘটনায় আমাকে অন্যায় ভাবে দায়ি করা হচ্ছে।
[৮] অনিয়ম প্রসংগে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো.হুমায়ুন কবির বলেন, এখনই কিছু বলতে পারছি না, কারণ বিষয়টি তদন্তাধিন রয়েছে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার
আপনার মতামত লিখুন :