শিরোনাম
◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি ◈ কনফারেন্স লিগে জিত‌লো লে‌গিয়া ওয়ারস, সেমিফাইনালে গে‌লো চেলসি ◈ দুর্ঘটনার পর ছাদ উড়ে গেল ‘বরিশাল এক্সপ্রেস’ বাসের, থামেননি চালক, আহত কয়েকজন ◈ চীনা আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ নেতাকে ফিল্মি স্টাইলে খুন ◈ ব্রিজ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ ◈ ইউক্রেন যুদ্ধ বন্ধে নয়া উদ্যোগ: প্যারিস বৈঠকের পর রাশিয়া-ইউক্রেন শান্তিচেষ্টায় যুক্ত হলো ইউরোপ ◈ মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ ◈ বিশ্ব ‘লিজিয়ন’ গড়ার স্বপ্নে ইলন মাস্ক: সন্তানের মা হতে নারীদের প্রস্তাব, গোপন চুক্তি ও বিতর্কের ঝড়

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০৯:৪৭ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাথরঘাটায় জেলেদের দেয়া সরকারি ত্রাণ তালিকায় বিত্তশালীদের নাম

অমল তালুকদার,পাথরঘাটা প্রতিনিধি: [২] বরগুনার পাথরঘাটা উপজেলার ৩ নং চরদুয়ানি ইউনিয়নের ২ নং ওয়ার্ড দক্ষিণ চরদুয়ানি গ্রামে জাটকা নিধনে বিরত থাকা জেলেদের জন্য সরকার কর্তৃক প্রদত্ত চাল বিতরণের নামের তালিকায় বিত্তবানদের নাম রয়েছে।

[৩] এঘটনায় উল্লেখিত এলাকার নূরুমিয়া নামে এক দিনমজুর পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিয়োগ করেছেন।

[৪] জানা গেছে উল্লেখিত ওয়াডে ৬৮৪ জন নিবন্ধনকৃত জেলে থাকলেও বর্তমান সময় ২৭৩ জন জেলেদের নামে চাল বরাদ্দ হয়। নিয়ম অনুযায়ী ৬৮৪ জন জেলেদের মধ্যে বাঁছাই করে একান্ত গরীব দেখে তালিকাভুক্ত করার কথা থাকলেও একাধিক ধনী লোকের নাম রয়েছে উক্ত জেলেদের তালিকায়। এর মধ্যে মাহবুব রাজা নামে উল্লেখযোগ্য এক ধনী ব্যক্তির নাম থাকায় ক্ষোভে ফুঁসে ওঠে এলাকাবাসী।

[৫] এব্যাপারে সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ শাহিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযুক্ত মাহবুব রাজার নামের তালিকা আমি করিনি।

[৬] অভিযুক্ত মাহবুব রাজার কাছে জানতে চাইলে তিনি বলেন আমার নামের তালিকা করার সময় আমি বাড়িতে না থাকায় কে তালিকা করছেন তা আমার জানা নাই।
তিনি উল্টো অভিযোগে বলেন, উল্লেখিত ইউপি সদস্য আমার চেয়েও ধনি লোকের নাম তালিকাভুক্ত করেছেন।

[৭] এব্যাপারে সংশ্লিষ্ট চরদুয়ানী ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মেদ ফিরোজ বলেন, মাহবুব রাজার নাম তালিকাভুক্ত করার বিষয়ে আমারও কিছুই জানা নেই। অথচ এঘটনায় আমাকে অন্যায় ভাবে দায়ি করা হচ্ছে।

[৮] অনিয়ম প্রসংগে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো.হুমায়ুন কবির বলেন, এখনই কিছু বলতে পারছি না, কারণ বিষয়টি তদন্তাধিন রয়েছে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়