রাউজান প্রতিনিধি: [২] চট্টগ্রামের রাউজানের এবার বাঙ্গি চাষিদের ব্যবসায় ধস নেমেছে। কুন্ডশ্বরী এলাকার বাঙ্গি ব্যাপক সু-খ্যাতি আছে পুরো উত্তর চট্টগ্রাম জুড়ে। বাঙ্গির এ মৌসুমে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের কুন্ডশ্বরী এলাকায় হাজার হাজার বাঙ্গির স্তুপ পড়ে রয়েছে কিন্তু দেখা মিলছেনা ক্রেতার।
[৩] স্থানীয়রা জানায় এবার কুন্ডশ্বরী’র বাঙ্গি স্বাদ বেশী, চলতি মৌসুমে বৃষ্টি নাহওয়ায় এর স্বাদ বড়েছে। বাঙ্গি চাষি সুলতানপুরের জসিম উদ্দীন বলেন- দেশের করোনা পরিস্থিতির কারণে গেল বছরের চেয়ে এবার বিক্রি খুবই কম, যা বিক্রি হচ্ছে দাম পাচ্ছি কম।
[৪]বাঙ্গির চাষীরা জানায়, এবার ফলনও ভালো হয়েছে, বাঙ্গির সাইজও মোটা তাজা। তবে করোনার কারণে গাড়ি যাতায়াত কমে যাওয়ায় বিক্রি কমে গেছে।
[৫] উপজেলা কৃষি সম্পসারণ অফিস সূত্রে জানাযায় এবার রাউজানে প্রায় ৩০০ হেক্টর জমিতে বাঙ্গি তরমুজ এর চাষ করা হয়। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার
আপনার মতামত লিখুন :