ইয়াসিন আরাফাত : [২] গত মঙ্গলবার ঘটানাটি ঘটে, ভারতের উত্তরপ্রদেশের নয়ডার দয়ানগর গ্রামের একটি মন্দিরের সামনে।
[৩] সেখানে লুডু খেলার সময় কাশি দেয় প্রশান্ত সিং (২৫)। সঙ্গেসঙ্গেই প্রশান্তকে উদ্দেশ্য করে গুলি করে ওই গ্রামেরই বাসিন্দা জয়বীর সিং। এনডিটিভি
[৪] গুরুতর আহত অবস্থায় প্রশান্তকে হাসপাতালে ভরতি করা হয়।
[৫] ঘটনার পর থেকেই জয়বীর পলাতক।
[৬] জয়বীরের ঘনিষ্ঠ মহল থেকে বলা হচ্ছে, পুরনো বিবাদের জেরে মঙ্গলবার ইচ্ছে করেই জয়বীরের সামনে কাশি দিয়েছিল প্রশান্ত। সেই কারণেই রাগ সামলাতে না পেরে তাঁকে গুলি করে জয়বীর। এই সময়