শিরোনাম
◈ বাংলাদেশ-চীন-পাকিস্তান কূটনীতি জোরদার, পিছিয়ে ভারত ◈ দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, মন্ত্রিসভাকে বলেছেন ট্রাম্প: পলিটিকো ◈ ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা ◈ এবার নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে ◈ হঠাৎ উত্তপ্ত সিলেট: একদিনে আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা ◈ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ: শফিকুল আলম ◈ ফরিদপুরের বোয়ালমারীতে পেঁয়াজ তোলা নিয়ে সংঘর্ষ, আহত ১০ ◈ ফরিদপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত ◈ আবার বিতর্কে মরিনিও, এবার টিপে দিলেন প্রতিপক্ষ কোচের নাক! ◈ বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ সিরিজ স্থগিত হওয়ায় চ্যালেঞ্জ নিতে না পারার হতাশা গ্রাস করেছে লায়নকে

স্পোর্টস ডেস্ক : [২] অস্ট্রেলিয়া-বাংলাদেশ তেমন মুখোমুখি দেখা হয় না। আর টেস্ট ক্রিকেটে তো একেবারেই কম। কিন্তু এবছরের সূচিতে দুই টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো বাংলাদেশ-অস্ট্রেলিয়ার। কিন্তু বেরসিক করোনাভাইরাস সবকিছু থামিয়ে দেয়ায় এই দেখা আর হচ্ছে না। আর এতে বেশি আক্ষেপে পুড়ছেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন।

[৩] সবশেষ সফরে প্রথম টেস্টের হার, সিরিজ হারের শঙ্কা, কিছুই ভোলেননি ন্যাথান লায়ন। ২০১৭ সালের সেই সিরিজে অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনারের ধারণা, এবারও বাংলাদেশ সফর তাদের জন্য হতে পারত কঠিন পরীক্ষা। কিন্তু সেই চ্যালেঞ্জ আপাতত পিছিয়ে যাওয়ায় হতাশ লায়ন।

[৪] আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী জুনে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে একের পর এক সিরিজ স্থগিত হওয়ার মিছিলে জায়গা পেয়ে গেছে এটিও। দুই দেশের বোর্ডের যৌথ সিদ্ধান্তে পিছিয়ে গেছে সিরিজ।

[৫] গতবারের অভিজ্ঞতা থেকে লায়নের ধারণা ছিল, এবারও অপেক্ষায় ছিল আরেকটি চ্যালেঞ্জিং সিরিজ। বাংলাদেশে যাওয়া হচ্ছে না, এটা অবশ্যই হতাশাজনক। আমাদের জন্য সিরিজটি হতো বড় এক চ্যালেঞ্জ। বাংলাদেশ এমন জায়গা, যেখানে আমি ব্যক্তিগতভাবেও চ্যালেঞ্জ টের পাই খেলতে দারুণ উপভোগ করি।

[৬] কোভিড-১৯ রোগের প্রভাবে স্থগিত হয়ে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ একের পর এক সিরিজ। আগামী বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়া নিয়ে শঙ্কা আছে প্রবল। ফাইনাল পেছানোর মত দিচ্ছেন অনেক ক্রিকেটারও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়