শাহনাজ বেগম : [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস এডানম গেব্রিয়াসুস সোমবার জেনেভাতে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, করোনাায় কয়েকটি দেশে তিন থেকে চার দিন পর্যন্ত করেনা আক্রান্তের সংখ্যা দ্বিগুন হচ্ছে। এটি দ্রুত বাড়ছে কিন্তু যখন কমছে তা ধীর গতিতে। এনপিআর, দ্য ইন্ডিপেনডেন্ট
[৩] বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বলেছেন, করোনা থেকে যারা সুস্থ হয়ে উঠেছেন তারা আবার অসুস্থ হতে পারে বা নাও হতে পারে তবে তাদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা কত দিন স্থায়ী হতে পারে তা এখনও জানা যায়নি।
[৪] বিশ্বজুড়েই করোনা ভয়ঙ্কর আকার ধারণ করেছে তারমধ্যে যুক্তরাষ্ট্র, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য ও স্পেনের মতো দেশগুলোয় এর প্রাদুর্ভাব এখন পর্যন্ত সবচেয়ে বেশি। এ কারণে করোনায় আক্রান্ত দেশগুলোকে গৃহীত পদক্ষেপ থেকে ধীরে ধীরে সরে আসার পরামর্শ দিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
[৫] করোনায় বিশ্বে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৭০২ জন এবং আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ২৫ হাজার ৫৫৩ জন। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১৭৮ জন।
আপনার মতামত লিখুন :