ইমরুল শাহেদ : [২] করোনা মহামারী মোকাবিলায় তাৎক্ষণিক সহায়তা হিসেবে বিশ্বের ২৫টি গরীব দেশের জন্য সুদ মুক্ত সহায়তা ঋণ মঞ্জুর করেছে আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ। ইয়ন, ইন্ডিয়া টুডে
[৩] আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এক বিবৃতিতে বলেছেন, ‘আগামী ছয় মাসের মধ্যে যাতে আইএমএফের ঋণের দায়বদ্ধতা এড়াতে পারে তা বিবেচনায় রেখেই আমাদের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দেশগুলোকে অনুদান হিসেবে এই অর্থ দেওয়া হচ্ছে। তাতে দেশগুলো প্রাথমিকভাবে জরুরি ভিত্তিতে চিকিৎসা ও অন্যান্য ত্রাণ সহায়তা দ্রæত সামাল দিতে পারবে।’
[৪] আইএমএফ যে ঋণ সহায়তা মঞ্জুর করেছে তা আফ্রিকার কিছু দরিদ্র দেশ ছাড়াও আফগানিস্তান, ইয়েমেন, নেপাল এবং হাইতি পাবে।
[৫] এই ঋণের অর্থ বিশ্ব ব্যাংক ও আইএমএফ যৌথভাবে ২০২১ সালের ১ মে থেকে জুন পর্যন্ত ধনী দেশগুলোর কাছে ফেরত না চাইতে অনুরোধ জানিয়েছে। তবে ঋণ ফেরতের সময় সীমা আরো দুই বছর বাড়তে পারে।
[৬] এই ঋণ সহায়তা আইএমএফের ক্যাটেস্ট্রপিক কনটেইনমেন্ট এ্যান্ড রিলিফ ট্রাস্ট (সিসিআরটি) থেকে দেওয়া হবে। এই তহবিল গঠন করা হয়েছে ২০১৫ সালে আফ্রিকার ইবোলা মহামারী মোকাবিলার জন্য। এখন দরিদ্র দেশগুলোর কোভিড-১৯ মোকাবিলায় ব্যবহার করা হচ্ছে।
[৭] এই তহবিলে বর্তমানে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার জমা আছে। এই অর্থ প্রদান করেছে চীন, জাপান, ব্রিটেন ও নেদারল্যান্ডস। আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, এই অর্থ থেকে ২১৫ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে ২৫ দেশকে। এছাড়া আইএমএফ চেষ্টা করছে এই তহবিলকে ১.৪ বিলিয়ন ডলারে উন্নীত করার জন্য।
আপনার মতামত লিখুন :