শিরোনাম
◈ জাবি অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত চালক আটক ◈ আমিরাতে ইসরাইলি নাগরিক খুনের ঘটনায় তিনজন গ্রেফতার ◈ খালেদা জিয়াকে নিয়ে অধ্যাপকের লেখা শেয়ার করলেন আইন উপদেষ্টা, কী আছে তাতে? ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ ◈ সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ টাকা: সমাবেশে যোগ দিতে আসা ১০টি যাত্রীবাহী বাস আটক ◈ নভেম্বরে প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৯০০ কোটি টাকা ◈ স্বামীকে বললেন- আমাকে গুলি করো, না হয় আমিই করবো: একজন ‘বিদ্রোহী’ মুসলিম প্রিন্সেসের কাহিনী ◈ চাকরির কথা বলে ভারতে ‘যৌন ব্যবসায়’ বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের!(ভিডিও) ◈ ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে ডুকতে মানাসহ ১০ নির্দেশনা ◈ চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারও ৩ বছরের জন্য শিল্পকলার মহাপরিচালক লিয়াকত আলী লাকী

সুজিৎ নন্দী: [২] ষষ্ঠবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন নাট্যজন লিয়াকত আলী লাকী। চুক্তির মেয়াদ তিন বছরের জন্য এবার বৃদ্ধি করেছে সরকার। এর আগের দফাগুলোতে দুই বছর করে দায়িত্ব পালন করেছেন তিনি।

[৩] সোমবার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা বলা হয়। আগের চুক্তির ধারাবাহিকতায় চলতি বছরের ১০ এপ্রিল তার মেয়াদ শেষ হয়েছিল। এরপর মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াসকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

[৪] ২০১১ সালের ৭ এপ্রিল মহাপরিচালক হিসেবে শিল্পকলার দায়িত্ব নেন লাকী। এরপর ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি, ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ সালের ২৭ মার্চ ও ২০১৮ সালের ১০ এপ্রিল একই পদে ফিরেছেন তিনি।

[৫] লাকী এর আগে গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলা একাডেমির সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়