শিরোনাম
◈ ২২ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ২৩ হাজার কোটি টাকা ◈ জাতিসংঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে আরো দুর্বল করবে ◈ যে কারণে খুঁটির সঙ্গে বাঁধা হয় হুমায়ূন আহমেদের প্ল্যাকার্ড! ◈ ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছেন শিবির সভাপতি (ভিডিও) ◈ এক ওভারে ১১ বল, শামির লজ্জার রেকর্ড, শীর্ষে বাংলাদেশের হাবিবুল বাশার ◈ কেনো অন্য দলের খেলায় ভারতের জাতীয় সংগীত বাজলো, পাকিস্তান ব্যাখা চাইলো আইসিসির কাছে ◈ বেনজীর এবং ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে গোপনে নজরদারি করছিলো শেখ হাসিনা! (ভিডিও) ◈ খেলবেন না সাকিব, ডিপিএল থেকে নিজের নাম সরিয়ে নিলেন ◈ একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের ◈ এবার মৃত ভোটার ও নতুন ভোটারের সংখ্যা বাড়বে : সিইসি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ১১:৪৭ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশপ্রেম ও সততাকে সামনে রেখে পরিস্থিতি মোকাবেলা করতে না পারলে বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু :[২] বিএনপি মহাসচিব বলেন, দুযোর্গ পরিস্থিতিতে দম্ভ, অহংকার ও রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে ঐক্যমত প্রতিষ্ঠা করতে হবে সরকারকে। কিন্তু এক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে তারা অবহেলা করছেন। আমি জানি না তারা এটাকে নেগলেট করেছেন, কী কারণে? সবচেয়ে ভয়াবহ দিন আসছে সামনের দিনগুলোতে।

[৩] জাতীয় ও বৈশ্বির্ক মহাদুযোর্গ মোকাবিলায় যেকোনো উদ্যোগে শামীল হতে তার দল প্রস্তুত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা বিশ্বাস করি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সমন্বিত পরিকল্পনা করে বাস্তবায়নের মাধ্যমে আমরা মহান আল্লাহর রহমতে এই মহাদুযোর্গ মোকাবিল করতে সক্ষম হবো।

[৪] মির্জা ফখরুল বলেন, আমরা বাংলাদেশে করোনাভাইরাস সংক্রামণের ব্যাপারে অত্যন্ত সজাগ থেকে সচেতনভাবে কাজ করছি, ভেতরের সমস্যাগুলো তুলে ধরেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকার সেগুলোকে কখনোই গুরুত্ব দেয়নি।

[৫] তিনি অভিযোগ করে বলেন, যে ত্রাণ দেয়া হচ্ছে, এটা একেবারেই খুবই অপ্রতুল। ৪০ হাজার লোকের মধ্যে মাত্র ৩‘শ লোকের মধ্যে দেয়া হচ্ছে। কিন্তু তাও পুরোপুরিভাবে দলীয়করণ করা হয়েছে।

[৬] বিএনপি মহাসচিব বলেন, এগুলো থেকে উর্ধেব উঠতে না পারলে এই করোনাভাইরাস মোকাবিলা কোনোভাবে সম্ভব না। করোনাভাইরাস সংক্রামণ মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী দলীয় পরিকল্পনা তুলে ধরে ৮৭ হাজার কোটি টাকার প্রণোদনা প্রদানের প্রস্তাবনাসমূহ তুলে ধরেন তিনি। দলের প্রস্তাবনার একটি কপিও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানের মাধ্যমে হস্তান্তর করেন তিনি।

[৭] বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের সঞ্চালনায় এই পরামর্শ সভায় উপস্থিত ছিলেন, সিপিবির আবদুল্লাহ কাফী রতন, রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী ওয়াকার্স পার্টির আকবর খান, বাসদের রাজেকুজ্জামান রতন প্রমূখ

[৮] আজ সেগুন বাগিচার রিপোর্টার্স ইউনিটি কার্যালয় ভবনের পঞ্চমতলায় বাম জোটের উদ্যোগে ‘সর্বদলীয় পরামর্শক সভা’ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়