ইসমাঈল আযহার: [২] দেশটির সরকারের পক্ষ থেকে ১১ এপ্রিল জারি করা নির্দেশনায় বলা হয়েছে, কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে মৃত বা আক্রান্তের সন্দেহ করা হচ্ছে, এমন মৃত ব্যক্তিদের লাশ ৮০০ ডিগ্রি থেকে ১ হাজার ২০০ ডিগ্রি তাপমাত্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা পোড়াতে হবে।আল জাজিরা, আল আরাবিযা, ওপেনডিয়া ডটকম
[৩] নির্দেশনায় বলা হয়, করোনায় মৃত বা করোনায় মৃত সন্দেহযুক্ত লাশ আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা যাবে না।শবদাহ করতে পারবে এমন কর্তৃপক্ষের কাছে ওই মরদেহ হস্তান্তর করা হবে।
[৪] নির্দেশনায় আরও বলা হয়, করোনায় মৃতদের মরদেহ গোসল করানো যাবে না। একটি ব্যাগে ভরে তা কফিনে রাখতে হবে, যা ইসলামে লাশের গোসল করানো রীতিবিরোধী।
[৫] খবরে বলা হয়, গতকাল রবিবার পর্যন্ত করোনায় মৃত কয়েকজন মুসলমানের মরদেহ দাহ করা হয়েছে। এ বিষয়ে মুসলিম সম্প্রদায়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে শ্রীলঙ্কার বৌদ্ধ ধর্মাবলম্বী সরকার।
[৬] মুসলিম নেতা ও অ্যাক্টিভিস্টরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকার কথা তুলে ধরেছেন, যাতে মহামারির সময় দাফন ও শবদাহ উভয় পদ্ধতির কথা বলা হয়েছে। দেশটির প্রখ্যাত আইনজীবী আলি সাবরি ফেসবুকে এক পোস্টে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন।
[৭] তিনি বলেছেন, ইসলাম ধর্মের রীতিতে শবদাহ অনুমোদিত না। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও লাশ দাফনে কোনও সমস্যা পায়নি।
[৮] শ্রীলঙ্কায় ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ২০৩ জন। এটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৭ জন। মৃতদের মধ্যে ৩ জন মুসলিম। তাদের পরিবারের প্রতিবাদ করা সত্ত্বেও ওই তিন ব্যক্তির লাশ পোড়ানো হয়েছে।
আপনার মতামত লিখুন :