শাহনাজ বেগম : [২] সেপ্টেম্বরের মধ্যেই প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন প্রস্তুত হবে বলে আশা দেখিয়ে বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ভ্যাকসিন বিশেষজ্ঞ সারাহ গিলবার্ট বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে পরীক্ষামূলকভাবে মানুষের উপর প্রয়োগ করা হবে। ব্লুমবার্গ, দ্য টাইমস
[৩] সংবাদ মাধ্যমে শনিবার এক স্বাক্ষাৎকারে অধ্যাপক সারাহ বলেন, তাদের দলের তৈরি ভ্যাকসিনটির ব্যাপারে তিনি ৮০ শতাংশ সফলতার সম্ভাবনা দেখছেন। বিশ্বের বিভিন্ন দেশে কয়েক ডজন বিজ্ঞানী করোনার ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিজের দলকে সবচেয়ে অগ্রসর বলে দাবি করেন অক্সফোর্ডের এই বিজ্ঞানী।
[৪] ভ্যাকসিন বিশেষজ্ঞরা বলছেন, একটি নতুন ভ্যাকসিন তৈরি ও বিশে^ সরবরাহ করতে প্রায় ১৮ মাস পর্যন্ত সময় লেগে যায়।
[৪] বিশ্বের প্রায় ৩৫টি কোম্পানি ও একাডেমিক প্রতিষ্ঠান করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে কাজ শুরু করেছে। এগুলোর মধ্যে একটি প্রতিষ্ঠান মানুষের ওপর প্রয়োগ শুরু করেছে। তিনটি প্রতিষ্ঠান পরীক্ষামূলক প্রয়োগের খুব কাছাকাছি চলে আসার কথা বলেছে।