শিরোনাম
◈ জিম্মিদের ছেড়ে দিতে চায় হামাস, যুদ্ধ সমাপ্তির জন্য পূর্ণাঙ্গ চুক্তির দাবি ◈ চট্টগ্রাম-নারায়ণগঞ্জ পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু মে-তে, সাশ্রয় হবে কোটি টাকা ◈ দূতাবাসের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রবাসীদের সেবা নিশ্চিতের নির্দেশ পররাষ্ট্র উপদেষ্টার ◈ রাজউকের সাবেক চেয়ারম্যানের স্ত্রী সহ দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ◈ ভারতে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রত্যাখ্যান করল দিল্লি, পাল্টা দিল নজর ঘোরানোর অভিযোগ ◈ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২, ট্রাম্প বললেন ‘বন্দুক নয়, মানুষ গুলি করে’ ◈ পাকিস্তানের খনিজ ভাণ্ডারে ট্রাম্প প্রশাসনের নজর, বিনিয়োগে বাধা নিরাপত্তা ও অবকাঠামো সংকট ◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০১:৩২ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতির সুযোগে পাহাড় কেটে সাবাড়!

ডেস্ক রিপোর্ট : [২] বর্তমান ক‌রোনা পরিস্থিতিতে আত‌ঙ্কে রয়েছে সাধারণ মানুষ। আর সরকার ও প্রশাসন করোনার ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সুযোগকেই কাজে লা‌গি‌য়ে বান্দরবান বালাঘাটা এলাকার লেমু‌ঝি‌ড়ি নামার পাড়ার পা‌শে খামার বা‌ড়ি‌তে পাঁচ এক‌রের বিশাল পাহাড় কে‌টে সাবাড় করার অভিযোগ উঠেছে সা‌বেক উপ‌জেলা ভাইস চেয়ারম্যান ও সা‌বেক যুবলীগ নেতা মো. জামাল চৌধুরীর বিরুদ্ধে। বাংলা ট্রিবিউন

[৩] স‌রেজ‌মি‌নে গিয়ে দেখা গে‌ছে, কালাঘাটা লেমুঝি‌ড়ির নামার পাড়ার পা‌শে জামাল চৌধুরীর নিজস্ব খামার বা‌ড়ির ভেত‌রে প্রায় পাঁচ এক‌রের বেশি বিশাল পাহাড় ১০ থে‌কে ১৫দিনে কেটে প্রায় সমান করে ফেলা হয়েছে। এর ফ‌লে ঝুঁ‌কি‌তে প‌ড়ে‌ছে পাহাড়ের আশপা‌শে বসবাস করা ঘরবা‌ড়ির লোকজন।

[৪] স্থানীয়রা জানান, সরকারি ছু‌টির ঘোষণার প‌রের দিনই স্কে‌ভেটর এ‌নে পাহাড় কাট‌তে শুরু ক‌রেন সদর উপ‌জেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলী‌গের সাবেক নেতা মো. জামাল চৌধুরী। দিন রাত সমা‌নে কে‌টে পাঁচ এক‌রের বেশি বিশাল এক পাহাড় ই‌তোম‌ধ্যে সমতল ভূ‌মি‌তে প‌রিণত ক‌রো হয়েছে। এর ফ‌লে বর্ষায় ঝুঁ‌কিতে পড়েছে পাহাড়ের আশপাশে থাকা বসতবাড়ি।

[৫] পাহাড়ের পাদদেশে বসবাস করা এক বা‌ড়ির মা‌লিক ব‌লেন, সাম‌নেই বর্ষা। আর এ সময় ঝু‌ঁকিপূর্ণভা‌বে পাহাড় কে‌টে‌ছেন উপ‌জেলার সা‌বেক ভাইস চেয়ারম্যান। এ‌তে আমার বা‌ড়ি‌টি ঝুঁ‌কি‌তে প‌ড়ে‌ছে। এছাড়া ধুলোবা‌লি‌র মাধ্য‌মে ক‌রোনার জীবাণু ছড়া‌নোর আত‌ঙ্কে রয়েছেন তারা। তার প্রশ্ন, তারমতো (সাবেক যুবলীগ নেতা) এত বিচক্ষণ ব্যক্তি এতবড় পাহাড় কীভা‌বে কাট‌লো?

[৬] স্কে‌ভেটর চালক মো. মামুন ব‌লেন, উপ‌জেলার সা‌বেক ভাইস চেয়ারম্যান ক‌রোনার কার‌ণে সরকারি ছু‌টি ঘোষণার পর‌দিনই আমা‌কে পাহাড় কাট‌তে নি‌য়ে এসেছেন। আমার এ‌তে কিছুই করার নাই।

[৭] স্কেভেটরের মাধ্যমে পাহাড় কেটে সমান করা হচ্ছেতবে পরিবেশ অধিদফতরের অনুমতি নিয়েই পাহাড় কেটেছেন বলে দাবি করেছেন জামাল চৌধুরী। তিনি ব‌লেন, ‘আ‌মি প‌রি‌বেশ অ‌ধিদফতর ও জেলা প্রশাস‌কের নিকট থে‌কে পোল্ট্রি খামার করার অনুম‌তি নি‌য়ে‌ছি। তাই পাহাড় কে‌টে সমান কর‌া হ‌চ্ছে।’

[৮] এ বিষয়ে জানালে বান্দরবান সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা হা‌বিবুল হাসান ব‌লেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া প‌রি‌বেশ অ‌ধিদফতরের কাজ। তবু আ‌মি খোঁজ নি‌য়ে ব্যবস্থা নিচ্ছি।

[৯] বান্দরবানের অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক মো. শামীম হো‌সেন ব‌লেন, ‘আ‌মি পাহাড় কাটার বিষ‌য়ে জা‌নি না। এখন জানলাম, ব্যবস্থা নি‌চ্ছি।’

[১০]  তবে এ বিষয়ে জানতে বান্দরবান প‌রি‌বেশ অ‌ধিদফতরের সহকারী প‌রিচালক‌ সামিউল আলম কুরসির ফোনে একাধিকবার কল করেও কথা বলা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়