মাসুদ আলম : [২] করোনা সংক্রমণরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর স্থায়ী ও স্বীকৃত কাঁচাবাজার সমূহে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে একমূখী চলাচল ও বাহির হওয়ার নির্দিষ্ট পথ চালু করেছে। গত বুধবার থেকে এ কার্যক্রম শুরু করেছে পুলিশ। আজ রাজধানীর বাজারগুলোতে এমন দৃশ্য দেখা গেছে।
[৩] রাজধানীবাসীকে সামাজিক দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রবাদি ক্রয় করে একমূখী চলাচল ব্যবস্থাপনা মেনে চলার অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
[৪] ক্রেতাদের একমূখী চলাচল ও বাহির হওয়ার জন্য পুলিশ ও বাজার কমিটি যৌথভাবে কাজ করছেন। ক্রেতাদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এতে করে ক্রেতা ও বিক্রেতা উভয় বিপদমুক্ত।
[৫] ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, বুধবার আমরা নির্দেশনা পাওয়ার পর রাতেই কার্যক্রম শুরু করেছি। ক্রেতারা একপথ দিয়ে প্রবেশ করবেন অন্যপথ দিয়ে বের হবেন তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাজারগুলোতে বড় করে একমুখী ‘চলাচল’, ‘প্রবেশ’, ‘বাহির’ লেখা ঝুলিয়ে দেওয়া হয়েছে। কীভাবে তা বাস্তবায়ন করা হবে সে সম্পর্কেও বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। ক্রেতারা তা মানছে কিনা তা মনিটরিং করা হচ্ছে।
[৬] ক্রেতারা জানান, এ কার্যক্রমটি আরো আগে থেকেই চালু করার প্রয়োজন ছিলো। এত করে ব্যক্তি থেকে ব্যক্তি দূরত্ব বজায় থাকবে। কেউ কাউকে অতিক্রম করবেনা। একজনের গাঁ ঘেষে আরেকজন দাঁড়াবেনা।
[৭] পুলিশ সদর দফতর জানায়, শুধু রাজধানীতে নয়, পর্যায়ক্রমে সারাদেশে এ ব্যবস্থাপনা চালু করা হবে। এতে করে ব্যক্তি থেকে ব্যক্তি দূরত্ব বজায় থাকবে। সম্পাদনা : রাশিদ