শিরোনাম
◈ জামায়াতের ২২ দফা প্রস্তাব সংস্কার কমিশনে ◈ ইসকন নেতা চিন্ময় গ্রেপ্তার, বিজেপি নেতা বললেন আমরা বিচলিত এবং চিন্তিত ◈ ছাত্রলীগকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করতে বললেন ওসি! (ভিডিও) ◈ ১৫২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে ◈ আ.লীগ প্রশ্নে জিরো টলারেন্সের সিদ্ধান্ত সব ছাত্র সংগঠনের (ভিডিও) ◈ নাগরিক কমিটিতে সারজিস-তুহিনসহ যুক্ত হলো ৪৫ জন ◈ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু ◈ ৫০০০ ডিম পাঠানো হলো সেন্ট মার্টিনে কুকুরের জন্য ◈ নতুন ডিসি নিয়োগে ফিট লিস্ট তৈরি হচ্ছে, আবার জেলা প্রশাসক বদলাবে সরকার ◈ ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ১০:৫৯ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাবিশ্বের তথ্য হাতিয়ে নিয়েছে বেইজিং, অভিযোগ করলো কানাডার সফটওয়্যার সংস্থা ব্ল্যাকবেরি

মাজহারুল ইসলাম : [২] চীনা সরকারের সমর্থনেই হ্যাকাররা অনলাইনে গুপ্তচরবৃত্তি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে তারা। চলতি সপ্তাহে ব্ল্যাকবেরির পক্ষ থেকে ৪০ পাতার একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়, বিজ্ঞাপনের ছদ্মবেশে বিভিন্ন কম্পিউটারে ঢুকে চীনা হ্যাকাররা। আনন্দবাজার

[৩] অভিযোগে বলা হয়, চীনা প্রযুক্তি এতটাই উন্নত যে, কম্পিউটারের ফায়ারওয়ালেও তারা ধরা পড়ে না। আর সেই সুযোগেই কম্পিউটারে মজুত রাখা গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয় তারা। ২০১২ সালের মার্চ থেকে সরকারি মদতে চীনা হ্যাকাররা এ গুপ্তচরবৃত্তি চালিয়ে আসছে বলে দাবি করেছে ব্ল্যাকবেরি।

[৪] তাদের দাবি, সাধারণ উইন্ডোজ অপারেটিং সিস্টেমগুলোতে আঘাত না হেনে, সরকারি ডেটাবেস সার্ভার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ৫০০ সুপারকম্পিউটারগুলোর লিনাক্স অপারেটিং প্রযুক্তিতে আঘাত হানা হয়। কারণ গুরুত্বপূর্ণ তথ্য, গবেষণা লিনাক্সের মাধ্যমেই সুরক্ষিত রাখা হয়। কিন্তু সমস্যা হলো, লিনাক্স একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। অর্থাৎ এই প্রযুক্তি কী ভাবে কাজ করছে, কী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তা বাইরে থেকে দেখা সম্ভব। আর তাই নিরাপত্তা বলয় ভেদ করে চীনা হ্যাকাররা অতি সহজেই তথ্য হাতিয়ে নিতে পেরেছে। বাংলাদেশ প্রতিদিন

[৫] অনলাইনে তথ্য হাতিয়ে নেয়া এ ধরনের ৫টি অ্যাডভান্সড পারসিসটেন্ট থ্রেট (এপিটি) সংগঠনের খোঁজ পেয়েছে ব্ল্যাকবেরি। এ ৫টি সংস্থার সঙ্গে চীনা সরকারের যোগসাজশ খুঁজে পাওয়া গেছে বলেও জানিয়েছে তারা। এমনকি উইন্ডোজ অপারেটিং সিস্টেমেও ম্যালওয়্যার ছড়িয়েছে তারা। বলা হয়েছে, শুরুতে বিভিন্ন ভিডিও গেম সংস্থার থেকে চুরি করা সার্টিফিকেট নিয়ে ম্যালওয়্যার ছড়ানো হতো। বর্তমানে অ্যাডওয়্যার ভেন্ডরদের সার্টিফিকেট চুরি করে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতেও ম্যালওয়্যার ছড়ানো হচ্ছে। বাংলাদেশপ্রতিদিন

 

[৬] তবে চীন সরকারের মদতে হ্যাকাররা নীরবে যে ঘটনা ঘটিয়ে চলেছে, এ বছর ফেব্রুয়ারিতেই তার ইঙ্গিত দেয় মার্কিন ডিপার্টমেন্ট অব জাস্টিস। ওয়াশিংটনে 'চায়না ইনিশিয়েটিভ কনফারেন্স' চলাকালীন অ্যাটর্নি জেনারেল পি বার জানান, গবেষণার নামে কমবয়সী শিক্ষার্থীদের নিয়ে বিশ্বজুড়ে সাইবার অনুপ্রবেশ চালাচ্ছে চীন সরকার। বাংলাদেশপ্রতিদিন

 

[৭] ২০১৮ সালের নভেম্বরে চীনের বিরুদ্ধে একই অভিযোগ তোলেন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। সেইসময় তিনি বলেন, কোটি কোটি টাকা খরচ করে বছরের পর পরিশ্রম করে মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত আবিষ্কার করেছে, মুহূর্তের মধ্যে তা চুরি করে নিতে সক্ষম হ্যাকাররা। বাংলাদেশপ্রতিদিন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়