মুসা আহমেদ: [২] জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে চীনা টেলিকম কোম্পানিগুলো প্রত্যাখ্যান করতে চায় যুক্তরাষ্ট্র প্রশাসন। চীনের কোম্পানিগুলোর লাইসেন্স বাতিল করতে এরইমধ্যে দেশটির বিচার বিভাগকে সঙ্গে নিয়ে স্বরাষ্ট্র বিভাগের প্রতিনিধিরা ফেডারেল কমিউনিকেশন কমিশনের (এফসিসি) কাছে আবেদন করেছে। সিএনবিসি
[৩] ২০০৭ সালে চীনে টেলিকমকে ব্যবসায়ের জন্য অনুমোদন দিয়েছিলো এফসিসি। তবে চুক্তিতে বিদ্যমান শর্তগুলো মানতে ব্যর্থ হয়েছে চীনা টেলিকম বলে দাবি করছে দেশটির বিচার বিভাগ। এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনবিসি থেকে ফেডারেল কমিউনিকেশন কমিশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোন সাড়া দেয়নি তারা।
[৪] দেশটির সহকারী অ্যাটর্নি জেনারেল জন ডেমারস বলেন, আনুষ্ঠানিক যোগাযোগ, ব্যক্তিগত তথ্য ও সরকারের নিরাপত্তার বিষয়টি নির্ভর করে বিশ্বস্ত কোম্পানির ব্যবহারের ওপর। একমাত্র দেশীয় কোম্পানি আমাদের আকাঙ্খা ও মুল্যবোধকে তুলে ধরে। আজকের এ পদক্ষেপ শুধু আজকের জন্য, ভবিষ্যতের পদক্ষেপ হিসেবেও এটা বিবেচিত হবে। আমেরিকার টেলিকমিশনগুলোর ওপর আস্থা বাড়াতেই আমরা চীনা কোম্পানিগুলোকে প্রত্যাখ্যান করতে চাই। আমাদের নিজস্ব টেলিকম কোম্পানি গুলোর ওপর আস্থা রাখার এখনই সময়।
[৫] চীনা রাষ্ট্রায়ত্তাধীন টেলিকম কোম্পানি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় মোবাইল নেটওয়ার্ক কোম্পানি। দেশটির ব্রডব্যান্ডেরও অন্যতম বড় সরবরাহকারী চীন।
আপনার মতামত লিখুন :