সিরাজুল ইসলাম: [২] বান্দ্রার গ্যালাক্সির বহুতল ছেড়ে তিনি পানভেল ফার্মহাউজে লকডাউনে আছেন। শুক্রবার তিনি সেখানকার ঘোড়ার সঙ্গে প্রাতঃরাশ সারেন।
[৩] ভিডিওতে দেখা যাচ্ছে, খানিকটা ঘাস নিজে মুখে দিয়ে চিবালেন সালমান খান। এরপর কিছুটা ঘাস তিনি ঘোড়ার মুখে দেন।
[৪] ইনস্টাগ্রামে এই ভিডিওটা পোস্ট করা হয়েছে। এর নীচে লেখা, ‘ভালোবাসার সঙ্গে প্রাতঃরাশ।’
[৫] এ ভিডিও নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। একজন লিখেছেন, ঘাস চিবিয়ে শরীরকে শুদ্ধ করছ ভাইজান! আরেকজন লিখেছেন, ‘সংগ্রামের আবহে স্বাস্থ্যসম্মত প্রাতঃরাশ।’
[৬] মুম্বইতে করোনা সংক্রমণ বাড়ার সঙ্গেই বান্দ্রার বহুতল ছেড়ে পানভেল ফার্মহাউজে সপরিবারে ঘাঁটি গাড়েন সালমান খান। সেখান থেকে করেছেন একাধিক টুইট। ফাঁকা মসজিদ, কবরস্থানের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ঘরে থাকায় সবাইকে ধন্যবাদ জানান তিনি।
[৭] দিনকয়েক আগে তিনি ইনস্টাগ্রামে একটা ভিডিও শেয়ার করেছিলেন। তিনি বলেন, আমি তিন সপ্তাহ বাবাকে দেখেনি। কারণ উনি মুম্বাইতে আর আমরা পানভেলে। ভিডিওতে ‘ভাইজানের’ ভাগ্নে নির্বাণকেও দেখা গিয়েছে। সেই ভিডিওতে সংক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, ভয় পেয়েছি তাই বেঁচে গিয়েছি। সূত্র: এনডিটিভি, ইনস্টাগ্রাম
https://www.instagram.com/p/B-yf_IjlvK6/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
আপনার মতামত লিখুন :