শিরোনাম

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ০৬:৪৫ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]এন্টারটিকাগামী অস্ট্রেলিয়ান গ্রেগ মর্টিমার প্রমোদ তরীর যাত্রীদের সরিয়ে নেওয়া শুরু

ইমরুল শাহেদ : [২] প্রমোদ তরীর ২১৭ জন যাত্রীর অর্ধেকেরও বেশি করোনা আক্রান্ত, যা ৬০ শতাংশ বলা যায়। তরীটি বর্তমানে উরুগুয়ের রাজধানী মন্টিভিডিও বন্দরের অদূরে নোঙ্গর করা হয়েছে। শুক্রবার থেকে ১১২ জন অস্ট্রেলিয়ান ও নিউজিল্যান্ডের যাত্রীকে সতর্কতার মধ্যে জীবাণুমুক্তভাবে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রমোদ তরীটি ১৫ মার্চ এন্টারটিকার উদ্দেশে যাত্রা করে। ইয়ন, সিএনএন

[৩] সরিয়ে আনা যাত্রীদের পুলিশ পাহারায় বাসে করে মন্টিভিডিও আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। শনিবার তাদের মেডিক্যালি ইকুইপ্ট এ৩৫০ এয়ারবাসে মেলবোর্ন পৌঁছে দেওয়া হব্।ে

[৪] সাংবাদিকরা এই উদ্ধার অভিযানের চিত্রধারণ করতে পারবেন। তবে তাদেরকে ৩০০ ফুট দূরে থাকতে হবে।

[৫] যাদের শরীরে পজিটিভ পাওয়া গেছে এবং যাদের শরীরে নেগেটিভ পাওয়া গেছে, তাদের সবাইকেই মেলবোর্নে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে।

[৬] প্রমোদ তরীর সব যাত্রীকে সরিয়ে নেওয়া হলেও ৮০ জন ক্রু সদস্য ও ২০ জন ইউরোপিয়ান ও আমেরিকানকে তরীতে থেকে যেতে হবে।

[৭] প্রমোদ তরীর মালিক অরোরা-এক্সপেডিশানস জানিয়েছে, ১২৮ জনের মধ্যে পজিটিভ পাওয়া গেছে তাদের মধ্যে ক্রু এবং যাত্রীও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়