শিরোনাম
◈ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের  উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠান ◈ নির্বাচনী মাঠ প্রস্তুত হচ্ছে, আস্থা রাখতে চায় দলগুলো ◈ বর্ডার-গাভাস্কার সিরিজ, ভারতের চাপে অস্ট্রেলিয়া ◈ কপ২৯: ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ ◈ মামলা করলে ৫ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার করে পাওয়া যাবে ◈ কলকাতার মেট্রোরেলে নারী যাত্রীকে বাংলা বাদ দিয়ে হিন্দিতে কথা বলা নিয়ে বাকবিতণ্ডা (ভিডিও) ◈ বাংলাদেশসহ ১২৪ দেশে পা রাখলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু, দেশগুলো হল.. ◈ ‘বুক কাঁপে না  মিথ্যাচার করতে?’ ট্রলের জবাবে  উপস্থাপিকা দীপ্তি ◈ এবার পশ্চিমাদের ওপর হামলার ইঙ্গিত পুতিনের ◈ পাঁচটি দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ১২:৫৩ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসে বিশ্ব বণিজ্য হ্রাস পেতে পারে ৩২ শতাংশ

রাশিদ রিয়াজ : [২] বিশ্ব বাণিজ্য সংস্থার এ প্রতিবেদেনে বলা হচ্ছে কম করে হলেও ১৩ থেকে ৩২ শতাংশ বাণিজ্য হ্রাসের মূল কারণ হচ্ছে স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়া। আরটি

[৩] সংস্থা মহাপরিচালক রবার্টো আজেভেডো করোনাভাইরাস পরিস্থিতিকে ‘কদাকার’ বললেও আশার বাণী শুনিয়ে বলেছেন আগামী বছর থেকে পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে। তাই অর্থনীতি পুনরুদ্ধারে বিশ্বনেতাদের সঠিক সিদ্ধান্ত নেয়ার আহবান জানান।

[৪] আন্তর্জাতিক শেয়ার বাজারে ধারাবাহিক দরপতন, শিল্পকারখানা বন্ধ, কোয়ারেন্টাইনে চলে যাওয়া, শারীরিক দূরত্ব বজায় রাখার মত বিষয়গুলো ইতিহাসের বৃহত্তম অর্থনৈতিক মন্দার আশঙ্কা নিয়ে এসেছে কারণ দেশগুলোর মধ্যে বাণিজ্যিক বিনিময় কমে এসেছে।

[৫] করোনাভাইরাস মহামারী ঠেকাতে সরকারগুলো বিপুল অংকের অর্থ বরাদ্দ দিচ্ছে এবং এর ফলে বিশ্বে বাণিজ্য ও উৎপাদন হ্রাস পাবে যার প্রতিক্রিয়ায় বিশ্বে বেকারত্ব বৃদ্ধি পাবে ব্যাপকভাবে।

[৬] জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, করোনাভাইরাস মানব-সভ্যতাকে টার্গেট করেছে। এ ভাইরাসের সংক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিতে জাতিসংঘ গঠনের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

[৭] বিশ্বের কোটি কোটি মানুষ কোয়ারেন্টাইনে থাকায় অচল হয়ে পড়েছে পরিবহন ও পর্যটন শিল্প। করোনাভাইরাস নিয়ন্ত্রণে সব ধরনের যোগাযোগ ও সমাবেশ আরও বেশ কিছুকাল বন্ধ রাখতে বাধ্য হবে বিশ্ব। অর্থনৈতিক তৎপরতা হবে খুবই সীমিত।

[৮] স্বাস্থ্য-সুরক্ষার নিরাপদ ব্যবস্থা বজায় রাখার পাশাপাশি করোনার প্রতিষেধক টিকা বা ওষুধ আবিষ্কার করে ও বিপুল পরিমাণে উৎপাদন বাড়িয়ে এবং সরকার ও বিত্তবানদের পক্ষ থেকে দরিদ্র জনগোষ্ঠীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে কেবল কঠিন এই সংকট মোকাবেলা করা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়