শিরোনাম
◈ প্রশাসনকে না জানিয়ে শ্রমিক ছাঁটাই করলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা: হুঁশিয়ারি শ্রম সচিবের ◈ পাঁচ ট্রলারসহ ২২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি ◈ সরকারি ফার্মেসি চালু হচ্ছে সারাদেশে , স্বল্পমূল্যে মিলবে ওষুধ ◈ পড়ালেখা করেও সঠিক শিক্ষা পায়নি দুর্নীতিবাজরা: হাসনাত আবদুল্লাহ ◈ এশিয়ায় ট্রাম্পের শুল্কের ধাক্কায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের ব্যাংক খাত: মুডিস ◈ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলা‌দেশ টেস্ট দল ঘোষণা.  স্কোয়া‌ডে আ‌ছেন সাকিব, নেই তাসকিন আহ‌মেদ ◈ ভাঙচুর-লুটপাটে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা লক্ষণীয়: সালাহ উদ্দিন আহমেদ ◈ এবার দুই থানার নাম পরিবর্তন ◈ ইসরাইলি লক্ষ্যবস্তু ও মার্কিন ডেস্ট্রয়ার কাঁপিয়ে দিলো ইয়েমেন! ◈ ডিআইজি ও এসপিসহ ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ১২:৫৩ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসে বিশ্ব বণিজ্য হ্রাস পেতে পারে ৩২ শতাংশ

রাশিদ রিয়াজ : [২] বিশ্ব বাণিজ্য সংস্থার এ প্রতিবেদেনে বলা হচ্ছে কম করে হলেও ১৩ থেকে ৩২ শতাংশ বাণিজ্য হ্রাসের মূল কারণ হচ্ছে স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়া। আরটি

[৩] সংস্থা মহাপরিচালক রবার্টো আজেভেডো করোনাভাইরাস পরিস্থিতিকে ‘কদাকার’ বললেও আশার বাণী শুনিয়ে বলেছেন আগামী বছর থেকে পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে। তাই অর্থনীতি পুনরুদ্ধারে বিশ্বনেতাদের সঠিক সিদ্ধান্ত নেয়ার আহবান জানান।

[৪] আন্তর্জাতিক শেয়ার বাজারে ধারাবাহিক দরপতন, শিল্পকারখানা বন্ধ, কোয়ারেন্টাইনে চলে যাওয়া, শারীরিক দূরত্ব বজায় রাখার মত বিষয়গুলো ইতিহাসের বৃহত্তম অর্থনৈতিক মন্দার আশঙ্কা নিয়ে এসেছে কারণ দেশগুলোর মধ্যে বাণিজ্যিক বিনিময় কমে এসেছে।

[৫] করোনাভাইরাস মহামারী ঠেকাতে সরকারগুলো বিপুল অংকের অর্থ বরাদ্দ দিচ্ছে এবং এর ফলে বিশ্বে বাণিজ্য ও উৎপাদন হ্রাস পাবে যার প্রতিক্রিয়ায় বিশ্বে বেকারত্ব বৃদ্ধি পাবে ব্যাপকভাবে।

[৬] জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, করোনাভাইরাস মানব-সভ্যতাকে টার্গেট করেছে। এ ভাইরাসের সংক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিতে জাতিসংঘ গঠনের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

[৭] বিশ্বের কোটি কোটি মানুষ কোয়ারেন্টাইনে থাকায় অচল হয়ে পড়েছে পরিবহন ও পর্যটন শিল্প। করোনাভাইরাস নিয়ন্ত্রণে সব ধরনের যোগাযোগ ও সমাবেশ আরও বেশ কিছুকাল বন্ধ রাখতে বাধ্য হবে বিশ্ব। অর্থনৈতিক তৎপরতা হবে খুবই সীমিত।

[৮] স্বাস্থ্য-সুরক্ষার নিরাপদ ব্যবস্থা বজায় রাখার পাশাপাশি করোনার প্রতিষেধক টিকা বা ওষুধ আবিষ্কার করে ও বিপুল পরিমাণে উৎপাদন বাড়িয়ে এবং সরকার ও বিত্তবানদের পক্ষ থেকে দরিদ্র জনগোষ্ঠীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে কেবল কঠিন এই সংকট মোকাবেলা করা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়