তিমির চক্রবর্ত্তী : [২] ব্যাংক গুলোতে মানুষের প্রয়োজনীয় লেনদেন করতে ভিড় বাড়ছে। অভিযোগ মিলেছে, গ্রাম অঞ্চলের ব্যাংকগুলোতে গ্রাহকরা মানছে না স্বাস্থ্য বিধি। যমুনা টিভি
[৩] এ প্রসঙ্গে শেরপুর সোনালী ব্যাংকের ম্যানেজার বলেন, লকডাউনের পর এই শাখায় গ্রাহকদের উপস্থিতি আগের চেয়ে অনেক বেশী। আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কর্মী থেকে গ্রাহকদের মাস্ক ও হ্যাণ্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু অনেক গ্রাহক আমাদের নিষেধাজ্ঞা থাকলেও তারা তা মানছে না। এখানে করোনা রোগী শনাক্তের পর আমরা আতঙ্কে আছি। তাই আমাদের ঝুঁকি নিয়ে লেনদেন করতে হয়।
[৪] বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির বলেন, সব তফসিলি ব্যাংককেই কমপক্ষে এক মিটার দূরত্ব থেকে লেনদেন করতে বলা হয়। আর সেসব গ্রাহকরা আসবেন তাদের স্বাস্থ্য বিধি মানার জন্য নির্দেশিকা দেয়া হয়েছে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব
আপনার মতামত লিখুন :