শিরোনাম
◈ পাকিস্তানের সঙ্গে চলতি মাসেই রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ  ◈ মার্কিন শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টার জরুরি সভা শুরু ◈ রাজধানীতে ঝড়ো হাওয়ার পর স্বস্তির বৃষ্টি ◈ আগামী বছর রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে সংশয় ◈ সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে : ইশরাক হোসেন ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি কমবে না, আরও বাড়বে: প্রেসসচিব শফিকুল আলম ◈ শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম আয়ারল্যান্ড, বাংলাদেশ ১৮১তম ◈ কী ঘটেছিল শরীয়তপুরে, কেন এত সংঘর্ষ-উত্তেজনা? (ভিডিও) ◈ ঢাকাসহ যেসব অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ◈ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বিদেশি গণমাধ্যমের মিথ্যার ওপর চুনকালি পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৯:১৮ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নরসিংদীতে করোনাভাইরাসে আক্রান্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ

ডেস্ক রিপোর্ট : [২] নরসিংদীর পলাশ উপজেলার পর এবার রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামে আরও এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন। সূত্র- যুগান্তর

[৩]বিষয়টি জানার পর পরই আক্রান্ত ব্যক্তির বাড়ি ও তার আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে বলে জানান তিনি। জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি পলাশতলী ইউনিয়নের শাহপুর এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জে একটি ওষুধ কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকেই তিনি করোনায় আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে এই জেলায় দুই জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।

[৪]নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কয়েকদিন যাবত ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন। গত ৪ এপ্রিলে তিনি রায়পুরায় আসেন। করোনা উপসর্গ দেখা দিলে সোমবার তার নমুনা সংগ্রহ করে আইইআরডিসিতে পাঠায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ মঙ্গলবার রাতে আইইআরডিসি থেকে জানানো হয়, তার শরীরে কভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে ।

[৫]নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, খবর পাওয়ার পর পরই রাত ১১টার দিকে আক্রান্তকে আইসোলেশনে নেয়ার প্রস্তুতি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে তার পরিবারের সব সদস্যকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়