স্পোর্টস ডেস্ক : [২] ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ফুটবলারদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আর এতেই ক্ষেপেছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ওয়েন রুনি। শুধু তাই নয়, এ প্রস্তাব নিয়ে ইংল্যান্ড জুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
[৩] শুরুতে বৃটেনের স্বাস্থ্য সচিব ম্যাচ হ্যানকক প্রিমিয়ার লিগের ফুটবলারদের বেতন কমানোর দাবি করেন। এরপরই লিগ কর্তৃপক্ষ প্রস্তাব দেয় সব ক্লাবের ফুটবলারদের ৩০ শতাংশ বেতন কাটার।
[৪] ওয়েন রুনির মতে লিগ কর্তৃপক্ষ যে প্রস্তাব দিচ্ছে এতে ফুটবলারদের উপর চাপ বাড়ছে। আর এতে করে পরবর্তীতে তাদের ক্যারিয়ারে একটা বাজে প্রভাব ফেলবে। এমনিতেই দুঃসময়ে সব তারকাই নিজেদের জায়গা থেকে বিভিন্ন সেবায় এগিয়ে এসেছেন। এমতাবস্থায় তাদের বেতন কমানোটা নেতিবাচক সিদ্ধান্ত হবে।
[৫] এদিকে, ইংল্যান্ডের পেশাদার ফুটবলারদের অ্যাসোসিয়েশন এই প্রস্তাবের নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের প্রস্তাবের বিরুদ্ধে বর্তমান ও সাবেক ফুটবলাররাও সরব হয়েছেন।
আপনার মতামত লিখুন :