আসিফুজ্জামান পৃথিল : [২] কোভিড-১৯ এর চিকিৎসার জন্য ল্যাবে ইভারমেকটিন পরীক্ষা শুরু হয়েছে। তবে এখনও মানুষের উপর এটি প্রয়োগ করা হয়নি। দ্য কনভারশেসন
[৩] মূলত কতটুকু ডোজ দেয়া হবে এবং কিভাবে দেয়া হবে সেটিই মূলত পরীক্ষা করা হচ্ছে। এরপরই তা করোনাভাইরাস রোগীদের উপর প্রয়োগ করা হবে।
[৪] ইভারমেকটিন মূলত পরজীবিনাশক। যা ১৯৭০ এর দশকে বাজারে আসে। ১৯৮০ এর দশক থেকে এটি মানুষ, গবাদি পশু এবং পোষা প্রাণীর উপর ব্যবহার হচ্ছে।
[৫] মাথার উঁকুন নাশ করতে অস্ট্রেলিয়ায় ক্রিম এবং লোশনের মধ্যে এই ওষুধটি ব্যবহার করা হয়। এছাড়াও স্কেবিস ও রোসাকিয়ার চিকিৎসায় ট্যাবলেট আকারেও এটি ব্যবহার হয়।
আপনার মতামত লিখুন :