রাশিদ রিয়াজ : [২] ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের বিজ্ঞানীরা দাবি করছে বিশ্বের সবচেয়ে পুরাতন ডিএনএ নমুনা এখন তাদের হাতে। মানব মূল্যায়নের জন্যে এটিকে তারা যুগান্তকারী ঘটনা বলে দাবি করছেন। ওই নরমাংসভোজীর দাঁতের ফসিল থেকে তারা যে জেনেটিক তথ্য পেয়েছেন তা থেকেই তারা বিষয়টি নিয়ে নিশ্চিত হন। সিএনএন
[৩] নরমাংসভোজীর দাঁতটি হোমিনিন প্রজাতির। গবেষক ফ্রিডো ওয়েকার বলেন, প্রোটিন বিশ্লেষণে ওই নরমাংসভোজীর প্রজাতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। অর্থাৎ সে হোমো স্যাপিয়েন্স হিসেবে পরিচিতি পেতে পারে। ইউরেক অ্যালার্ট
[৪] আরেক গবেষক এনরিকো ক্যাপেলিয়েনি বলেন ফসিলের শারীরিক কাঠামো পর্যবেক্ষণ বা ডিএনএ বিশ্লেষণ করেই আমরা এধরনের আবিস্কার সম্পর্কে নিশ্চিত হই। কারণ এর আগে ডিএনএ’র রাসায়নিক ক্ষয় থেকে যে প্রাচীন নমুনাটি মিলেছিল তা ছিল ৪ লাখ বছরের পুরোনো।