ইসমাঈল আযহার: [২] সৌদি আরবের ওমরা এবং হজ বিষয়ক মন্ত্রী রোববার এক বিবৃতিতে জানান, করোনাভাইরাস পরবর্তী উদ্ভুত পরিস্থিতিতে লকডাউন এবং প্রযুক্তিগত সমস্যার কারণে আটকে পড়া হজ ও ওমরাযাত্রীদের নিজ দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে। আল আরাবিয়া, সৌদি গেজেট, এসপিএ
[৩] বিবৃতিতে আরও জানানো হয়, ভিসার মেয়দ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থানের কারণে নির্ধারিত জরিমানা মওকুফ, ওমরা ও হজযাত্রীদের প্রত্যাবর্তন নিশ্চিত ও তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।
[৪] হজ ও ওমরা পালন করতে আসা তুরস্কের সাড়ে তিনশ’র বেশি নাগরিক নিজ দেশে ফিরে গেছেও বলেও জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :