শিরোনাম
◈ পদোন্নতিপ্রাপ্ত ৩৭ কর্মকর্তাকে র‍্যাংকব্যাজ পরালেন ডিএমপি কমিশনার ◈ ১৪ মামলার আসামি, চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারি ‘ট্যারা সোহেল’সহ গ্রেফতার ৩  ◈ ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ নারী দলের একধাপ অবনমন  ◈ শৈলকুপায় মসজিদে জুতা চুরি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত ◈ এ বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে: রয়টার্সকে নাহিদ ◈ আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর কারও এখতিয়ার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পাকিস্তান কাশ্মীরের একাংশ ‘চুরি করেছে’, ফেরাতে চায় ভারত! ◈ চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা ◈ হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে ডিএমপি ◈ এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে : সিইসি

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০৪:৪৫ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা উপেক্ষা করে সাগর পথে মালয়েশিয়ায় এসে গ্রেফতার ২শত রোহিঙ্গা

সেকেন্দার আলী, মালয়েশিয়া প্রতিনিধি: [২] করোনা ভাইরাসকে উপেক্ষা করে সাগরপথে মালয়েশিয়া এসে গ্রেফতার হলো ২০২ জন রোহিঙ্গা।

[৩] রোববার স্থানীয় সময় সকাল নয়টায় মালয়েশিয়ার দ্বীপ রাষ্ট্র লাংকাউয়ি সাগরের ১.২ নটিক্যাল মাইল দূরে নৌকা বোঝাই রোহিঙ্গা শরণার্থীদের উদ্ধার করে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদে জানায়, অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়ায় প্রবেশের অপেক্ষায় ছিলো তারা। এসময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রোহিঙ্গাদের মধ্যে ১৫২ জন পুরুষ, ৪৫ জন নারী ৫ জন শিশুসহ ২০২।

[৪] মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এপিএমএম) অপারেশনের উপ-পরিচালক ক্যাপ্টেন জুলিন্ডা রামলি বলেন, সাগরে নিয়মিত টহলের সময় লাংকাউয়ির জালান পানতাই কোক নি তেলুুক নেবুুংয়ে নৌকা মানুষের উপস্থিতি টের পেয়ে এগিয়ে যায়। এসময় আমরা তাদের রোহিঙ্গা হিসেবে শনাক্ত করি। এর পর কোস্টগার্ডের পাহারায় নৌকাসহ তাদের তীরে নিয়ে আসা হয়।

[৫] এদিকে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে আমরা তাদেরকে কেডা ইমিগ্রেশন এর হাতে সোপর্দ করি এবং তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনে গ্রেফতার দেখানো হয়েছে। এসময় তিনি বলেন, আমরা বর্তমানে করোনা ভাইরাসে বিশ্ব যখন চিন্তিত সেই সময়ে সাগর পথে প্রবেশ আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আমরা অবৈধ প্রবেশ রুখতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়