ফাতিমা আক্তার মুন্নি, ফেসবুক থেকে : আমরা যারা টোলারবাগে থাকি সারাদিনে দুবার বাসা থেকে বের হতে পারবো।সকাল আটটা থেকে দশটা আর বিকাল চারটা থেকে ছয়টা, এর মধ্যেই আমাদের প্রয়োজনীয় কাজ সারতে হবে।
আর প্রয়োজন ছাড়া কোন ব্যাক্তি বাসা থেকে বের হলেই উক্ত ব্যাক্তির বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে। পরিবারের কেউ অসুস্থ হলে এলাকার কল্যাণ সমিতিতে কল দিতে বলেছে।
আজ দুপুর নাগাদ সরকারি হিসেবে ছয় জন নতুন রোগী পাওয়া গেছে, সন্ধ্যায় শুনেছি নতুন আর এক জন আক্রান্ত। এলাকার লোকজন ভয়ে কুঁকড়ে আছে, কেউ কেউ মানসিক ভাবে ভেংগে পরেছেন। জানি না মহান সৃষ্টি কর্তা আমাদের এ বিপদ থেকে কবে রক্ষা করবেন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব
আপনার মতামত লিখুন :