সিরাজুল ইসলাম: [২] রাজধানী মস্কো থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রাজান এলাকায় ইয়েলাৎমা এলাকায় শনিবার রাত ১০টায় এ ঘটনা ঘটে। বিবিসি
[৩] করোনাভাইরাসের প্রাদুর্ভাব হওয়ায় এলাকাটি এখন লকডাউন রয়েছে। তদন্তকারীরা জানান, লোকটি বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। কয়েকজনের বিরুদ্ধে তিনি উচ্চস্বরে কথা বলার অভিযোগ করেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে লোকটি তাদের উপর গুলি চালান। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এনডিটিভি
[৪] নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। খুনীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি। তার বাড়ি তল্লাশি করে অস্ত্রটি জব্দ করা হয়েছে। উচ্চ পদস্থ কর্মকর্তারা রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রেসটিভি