নজরুল ইসলাম : [২]সাধারণ সময়ের মতোই রাস্তায় ঘুরে-বেড়াচ্ছে মানুষ। রাস্তার দুই পাশে বসছে অস্থায়ী দোকান। এসব দোকান থেকেই ময়লা ফেলা হচ্ছে রাস্তায়।
[৩] ওই এলাকার খালেও ময়লার স্তূপ। যেন খালটির কোনো অভিভাবকই নেই।
[৪] ৭১ নম্বর ওয়ার্ড (দক্ষিণ মান্ডা) কাউন্সিলর মোঃ খাইরুজ্জামান জানান, তাকে কোনো পরিচ্ছন্নতাকর্মীই দেওয়া হয়নি। মশক নিধনের জন্য দেওয়া হয়েছে মাত্র দুজন।
[৫] কাউন্সিলরের অভিযোগ স্বীকার করে এই প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-৭ এর নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীনুর আলম বলেন, আমরা এখনও সেখানে লোকবল দিতে পারিনি। অফিসও নেই।
[৬] রাস্তার দুই পাশে অস্থায়ী দোকান বসার প্রসঙ্গে মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, আমরা প্রতিদিন তাদেরকে সরিয়ে দেই। কিন্তু আবারও বসে।
[৭] মান্ডা এলাকায় রিকশা গ্যারেজ থেকে লোকজনকে ধরে নিয়ে আসার বিষয়ে ওসি বলেন, আমাদেরকে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। রিকশা চলবে না। গ্যারেজ বন্ধ থাকবে।
আপনার মতামত লিখুন :