রাশিদ রিয়াজ : [২] বিশ^ স্বাস্থ্য সংস্থা এর আগে বলেছিল করোনাভাইরাস ঠেকাতে মাস্ক বাধ্যতামূলক নয়। এখন বলা হচ্ছে ভাইরাসটি কথা বলার সময় ও হাঁচির সঙ্গে কয়েক মিটার পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে মাস্ক পড়া ভাল। এমনকি সুতির মাস্ক পড়ার পরামর্শ দিয়েছেন মার্কিন চিকিৎসাবিজ্ঞানী এ্যান্থনি ফাউচি। সিএনএন
[৩] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন স্কার্ফ খুবই পাতলা ধরণের। এবং অনেকের কাছে তা আছে। মুখে স্কার্ফ জড়িয়ে চলতে পারেন অনেকে। একই সঙ্গে মুখে মাস্ক পড়ার ব্যাপারে নতুন পরামর্শ আসছে বলে তিনি জানান।
[৪] এই মাস্কের বৈশিষ্ট নিয়ে নানা ধরণের পরামর্শ রয়েছে। যারা করোনাভাইরাসে আক্রান্ত নন, কিংবা সর্দিতে ভুগছেন তাদের জন্যে সাধারণ সুতির মাস্ক পড়াই যথেষ্ট। এর আগে বিজ্ঞানীরা বলেছিলেন করোনাভাইরাস এতই ক্ষুদ্র যে মাস্ক পড়লেও তা অনায়াসে মানুষের নিঃশ^াসের সঙ্গে ফুঁসফুঁসে চলে যেতে পারে।
আপনার মতামত লিখুন :