কোয়ারেন্টাইনের দিনগুলো এবং সোস্যাল ডিসট্যান্সের বিষয়টি বর্ণনা করতে গিয়ে কবি হেলাল হাফিজের একটি কবিতার কয়েকটি লাইন ফেসবুকে উদ্ধৃত করেছেন মৌ মিতা নামের একজন।
অতো বেশ নিকটে এসো না, তুমি পুড়ে যাবে,
কিছুটা আড়াল কিছু ব্যবধান থাকা খুব ভালো।
বিদ্যুত সুপরিবাহী দু’টি তার
বিজ্ঞানসম্মত ভাবে যতোটুকু দূরে থাকে
তুমি ঠিক ততোখানি নিরাপদ কাছাকাছি থেকো,
সমূহ বিপদ হবে এর বেশী নিকটে এসো না।
- হেলাল হাফিজ
আপনার মতামত লিখুন :