মনিরুল ইসলাম : [২] বর্ষীয়ান রাজনীতিবিদ ৫ম বারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। তার বয়স হয়েছিলো ৮০ বছর।
[৩] বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের মৃত্যুর পর সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় জানাজা নামাজ পড়ার রেওয়াজ আছে। তবে করোনা পরিস্থিতির কারণে সংসদ ভবনে শামসুর রহমান শরীফের জানাজা হচ্ছে না। বিষয়টি জানিয়েছেন, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ওয়ারেছ হোসেন।
[৪] তিনি জানান, জনসমাগম এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে তার নির্বাচনী এলাকা পাবনার ঈশ্বরদীতে স্বল্প পরিসরের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। সেখানেই এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার (রাষ্ট্রীয় সম্মান) দেয়া হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
[৫] প্রসঙ্গত, সরকার দলীয় সংসদ সদস্য শামসুর রহমান শরীফ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বিগত ছয় মাস লন্ডন, মুম্বাই ও ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।
[৬] তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৪০ সালের ১০ মার্চ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালে দল তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন
আপনার মতামত লিখুন :