শিরোনাম

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০২:১০ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রাজধানীর বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধের সময় বেড়েছে

মো. আখতারুজ্জামান : [২] করোনাভাইরাসের বিস্তার রোধে দেশের নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সব দোকান ৩১ মার্চ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে ঢাকা মহানগরীর সব বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধের সময় বাড়ানো হয়েছে।

[৩] বর্তমান পরিস্থিতিতে ৩১ মার্চের পরিবর্তে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরীর সব বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও ব্যবসায়ীদের অসহায় মানুষকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

[৪] রোববার ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

[৫] এর আগে ২২ মার্চ বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং ঢাকা দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সুপার মার্কেটগুলোসহ সব দোকান বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান, কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো খোলা থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়