শিরোনাম

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনায় বাড়ছে ইন্টারনেট ও মোবাইল ফোনের ব্যবহার, কমেনি কলরেট

মো. আখতারুজ্জামান : [২] করোনাভাইরাস সংক্রোমণ রোধে সরকার সাধাণ ছুটি ঘোষণা করেছে। একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাহির হচ্ছে না সাধারণ মানুষ। সবাই এখন হোম করেন্টাইনে রয়েছে।

[৩] ঘরবন্দি হওয়ায় সাধাণ মানুষদের এখন নির্ভর করতে হচ্ছে টেকনোলজির উপর। পরিচিতজনদের সঙ্গে যোগাযোগের বড় মাধ্যম এখন মোবাইল ফোন। বাড়ছে মোবাইল ফোনে কথা বলার হার।

[৪] দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির তথ্য মতে, অফিস বন্ধের ফলে ব্রডব্যান্ড ইন্টারনেটে মোট ব্যান্ডউইথ ব্যবহারের পরিমাণ আগের চেয়ে অনেক কমেছে। তবে বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের পরিমাণ ৪০ থেকে ৫০ শতাংশ বেড়েছে।

[৫] রাজধানীর মগবাজারের বাসিন্দা জামিল বাবু জানান, আমাকে কখনো মোবাইলে ইন্টারনেট ডাটা ব্যবহার করতে হতো না। এখন অফিস বন্ধ। রয়েছি হোম কোয়ারেন্টাইনে। ফলে ডাটা ব্যবহার করতে বান্ধ হচ্ছি।

[৬] বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, কমানোর কোনো অনুমোদন আমাদের পক্ষ থেকে দেয়া হয়নি। কারণ কোনো প্যাকেজ বা কলরেটের দাম কমাতে বা বাড়াতে হলে আমাদের অনুমোদন লাগে। দাম কমানোর কোনো উদ্যোগ আমাদের নেই।

[৭] রাজধানীর মালিবাগের ফারুক জানান, করোনাভাইরাস প্রভাবের পর থেকে মোবাইলে কথা বেশি বলতে হচ্ছে। আগের চেয়ে দেড় থেকে দুই গুণ বেশি কথা বলতে হচ্ছে।

[৮] জানা যায়, বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রক সংস্থার তথ্য মতে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যবহারকারী ১৬ কোটি ৫৫ লাখ ৭২ হাজার।

[৯] বিটিআরসির তথ্য অনুযায়ী গ্রামীণফোনের বর্তমান গ্রাহক সংখ্যা ৭ কোটি ৬৪ লাখ ৬২ হাজার, রবির ৪ কোটি ৯০ লাখ ৪ হাজার, ৩ কোটি ৫২ লাখ ৩৯ হাজার এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান টেলিটকের বর্তমান গ্রাহক সংখ্যা ৪৮ লাখ ৬৮ হাজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়