ডেস্ক রিপোর্ট : [২] গতকাল বিকেলে পুলিশের একটি টিম সড়কের পাশ থেকে অজ্ঞান অবস্থায় মার্কুকে উদ্ধার করে। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ হাসপাতালে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত বা আক্রান্ত সন্দেহে থাকা ব্যক্তিদের চিকিৎসা দেয়া হচ্ছে। সিলেটভিউ,ফেসবুক,প্রিয়ডটকম
[৩] খোঁজ নিয়ে জানা গেছে, ফিনল্যান্ডের নাগরিক মার্কু (৪৫) প্রায় ২ মাস আগে বাংলাদেশে ঘুরতে এসে গত প্রায় দেড় মাস ধরে তিনি সিলেটে অবস্থান করছিলেন। নগরীর হাওয়াপাড়ায় হোটেল নাজালের ৩০ নম্বর রুমে থাকতেন মার্কু।
[৪] সিলেট মহানগর পুলিশের উপকমিশানার জেদান আল মুসা জানান,বিকেলে অসুস্থতা অনুভব করায় মার্কু হোটেল থেকে বেরিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে মীরবক্সটুলায় খায়রুন ভবনে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে আসা একটি চিকিৎসক দল অ্যাম্বুলেন্সযোগে তাকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
[৫] সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল জানান, মার্কুর জ্বর, কাশি ও মাথা ব্যথা আছে। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।সম্পাদনা : মাজহারুল ইসলাম
আপনার মতামত লিখুন :