শিরোনাম

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৭:৩৫ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনাভাইরাস সংক্রমিত সন্দেহে রাজবাড়ী থেকে একজনকে ঢাকায় স্থানান্তর

সিরাজুল ইসলাম: [২] জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে কর্মরত ওই ব্যক্তিকে বৃহস্পতিবার বিকালে রাজধানীর উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

[৩] রাজবাড়ী শহরে ভাড়া বাড়িতে থাকতেন ওই ব্যক্তি। ১৯ মার্চ তার বাড়ির পাশে এক নারী যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন। তিনি তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেননি। তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে- এমন এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

[৪] কয়েক দিন ধরে তিনি জ্বর, কাশি ও গলাব্যথায় ভুগছিলেন। বাড়িতে এর চিকিৎসাও নিয়েছেন। বিষয়টি জানতে পেরে সিভিল সার্জনের কার্যালয়ের উদ্যোগে তাকে ঢাকা পাঠানো হয়।

[৫] রাজবাড়ীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বলেন, নমুনা পরীক্ষার ফল হাতে পাওয়ার পর জানা যাবে তিনি করোনা সংক্রমিত কি না।

[৬] পাংশা আওয়ামী লীগের এক নেতাকে করোনাভাইরাস সংক্রমিত সন্দেহে ২১ মার্চ এক ব্যক্তিকে ঢাকায় পাঠানো হয়েছিল। পরীক্ষার পর জানা যায়, তিনি সংক্রমিত নন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়