ফরহাদ আমিন,টেকনাফ(কক্সবাজার) : [২] কক্সবাজারের টেকনাফে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্রে করে লাঠির আঘাতে মোহাম্মদ হোছন(৪০)নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।বৃহস্পতিবার সকালে পৌরসভার পুরাতন পল্লান পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত মো:হোসন একই এলাকার আবুল হোছনের ছেলে।
[৩] স্থানীয় লোকজন জানান,নুর উদ্দিনের ছেলেরা ফুটবল খেলছিল।ফুটবল খেলার সময় প্রতিনিয়ত বলটি নিহত হোছনে ঘরের ছাউনিতে লাগে। মামা বাগিনা দের মাঠে গিয়ে খেলতে বললে নুর উদ্দিনের স্ত্রী খালেদা বেগমের সাথে হোছন স্ত্রী মরিয়মের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরুদ্দিন লাঠি নিয়ে হোসেনকে আঘাত করে।পরে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।সেখানে তার মৃত্যু হয়েছে।
[৪] টেকনাফ পৌরসভার২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু হারেস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ ব্যাপারে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :