আসিফুজ্জামান পৃথিল : [২] গত ২২ দিনে অ্যান্টার্কর্টিকার একটি বিশাল হিমবাহ ৩ মাইল আকার হারিয়েছে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ইরভিন এবং নাসার জেট প্রোপালশান ল্যাবরেটরির গবেষকরা এই তথ্য জানিয়েছেন। সিএনএন
[৩] প্রধান গবেষক এরিক রিগনট এক বিবৃতিতে বলেন, ‘আমরা এতোদিন পূর্ব এন্টার্কর্টিকাকে কম ঝুঁকিপূর্ণ ভাবতাম। কিন্তু ডেনমান হিমবাহটি গলে যাচ্ছে। আমরা এখন এই অঞ্চলের সামুদ্রিক বরফ নিয়ে গবেষণা শুরু করছি।’
[৪] সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম অ্যান্টার্কর্টিকের বরফ বেশি দ্রুত গলছিলো। ১৯৭৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই হিমবাহটি ২৬৮ বিলিয়ন টন বরফ হারিয়েছে। যা প্রায় ১০ মাইল চওড়া। তবে সাম্প্রতিক দিনগুলোয় বরফ গলার গতি বেড়েছে।
আপনার মতামত লিখুন :