শিরোনাম

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবেলায় ভক্তদের ডেটল পান করালেন পাদ্রী, মৃত ৫৯

আসিফুজ্জামান পৃথিল: [২] দক্ষিণ আফ্রিকার ফাদার রুফস ফালা এই কাণ্ড ঘটিয়েছেন। তার দাবি ডেটল তিনি নিজ হাতে পান করান। এর আগে নিজেও পান করেন ডেটল। নাইরোবি টুডে

[৩] ডেটল পানকারী ৫৯ জনের মৃত্যু হয় এবং আরও চারজন মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন বলে পুলিশ জানিয়েছে।

[৪] এ সম্পর্কে রুফস ফালা দাবি করেছেন, তিনি জানতেন ডেটল খাওয়া মারাত্মক ক্ষতির কারণ। কিন্তু সৃষ্টিকর্তা তাকে এটি খাওয়ার পরামর্শ দিয়েছেন।

[৫] তবে তিনি কি পরিমাণ খেয়ে বেঁচে আছেন এবং তার ভক্তরা কতখানি খাওয়ার কারণে মারা গেছেন তা জানা যায়নি।

[৬] তবে ডেটল খাবার উপদেশ এবারই প্রথম দেননি ফালা। এর আগে তিনি তার ভক্তদেরকে রোগ থেকে মুক্তি পেতে শরীরকে সংক্রমণ মুক্ত করতে ডেটল খাবার পরামর্শ দিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়