মাজহারুল ইসলাম : [২] করোনার জেরে মানুষ যখন গৃহে বন্দি, তখন জাপানের নারা পার্ক সংলগ্ন এলাকার ফাঁকা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বিরল প্রজাতি একপাল সিকা হরিণ।
[৩] এখানে তাদের দীর্ঘদিনের বসবাস। মুক্ত এ চিড়িয়াখানাটি প্রচুর দর্শনার্থীদের আনাগোনা ছিলো। কিন্তু চলমান করোনা উপদ্রবে দর্শকশূন্য হয়েছে জাপানের চিড়িয়াখানাও। এখানে এখন বনবিভাগের কর্মীদেরও সহজে খুঁজে পাওয়া দায়। এমন পরিস্থিতিতে এখানকার হরিণদের নিয়মিত খাবার দেয়াও বন্ধ রয়েছে। তাই খাবারের সন্ধানে শহরের রাস্তায় ঘুড়ে বেড়াচ্ছে ওইসব হরিণের দল।
[৪] করোনা উপদ্রবে থাইল্যান্ডের লোপবুড়ি শহরের বন্ধ স্কুল। আর এ সুযোগে সেখানকার শপিংমল দাপিয়ে বেড়াচ্ছে হনুমানের দল। এমনিভাবে পৃথিবীর ব্যস্ত শহরগুলির ফাঁকা রাস্তা-ঘাটে দেখা মিলছে অনেক নাম না জানা দৃষ্টিনন্দন পাখি। এসব দৃশ্য দেখে করোনা আতঙ্কের অনেকের মধ্যেও মন ভালো হয়ে যায়।
[৫] প্রকৃতিকে খাঁচা-বন্দি করা সুসভ্য মানুষ এখন নিজেরাই চার দেওয়ালের মধ্যে বন্দি জীবন কাটাচ্ছে আর এতোদিন খাঁচায় আবদ্ধ বন্যরা এখন মুক্তির স্বাদ নিচ্ছে প্রাণ ভরে।