মাজহারুল ইসলাম : [২] গতকাল শ্রীনগরের জেল থেকে ছাড়া পান তিনি। এর ১০দিন আগে মুক্তি পান তার বাবা ফারুক আবদুল্লাহ। কাশ্মীর উপত্যকার বিশেষ মর্যাদা তুলে নেয়ার পরই কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছিলো। এনডিটিভি, আনন্দবাজার
[৩] গতকাল সকালে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দিল্লির শাহীনবাগে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ।
[৪] জানা যায়, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জোর করেই বিক্ষোভকারীদের সরিয়ে দেয়া হয়। এ ছাড়াও করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়টি খর্ব করার অভিযোগে গতকাল মন্ত্রী স্মৃতি ইরানি ও পীযূষ গয়ালকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার দাবি জানিয়েছে বিরোধী দল কংগ্রেস।