শিরোনাম
◈ আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: মধ্যরাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালোবাসার দেশ ইতালি এখন মৃত্যুপুরী, দীর্ঘ হচ্ছে লাশের সারি

আক্তারুজ্জামান : [২] উইলিয়াম শেক্সপিয়রের অমর সৃষ্টি রোমিও-জুলিয়েটের দেশে এখন প্রেম নেই। আছে সারি সারি লাশ। প্রেমিকার উদ্দেশে প্রেমিকের ছড়িয়ে দেয়া রোমান্টিক বার্তা নেই, বাতাসে আছে লাশের গন্ধ। উৎসবপ্রিয় ইতালিয়ানরা আজ নিজেদের অবরুদ্ধ রেখেছেন যার যার ঘরে। আর লাশের সারি এতোই দীর্ঘ যে সৎকারের লোক পাওয়া যাচ্ছে না। বিবিসি

[caption id="attachment_1104606" align="aligncenter" width="433"] এভাবেই প্রতিদিন শত শত লাশ বের করতে হচ্ছে ইতালির ডাক্তারদের।[/caption]

[৩] ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ্পো কন্তে এক বার্তায় জানিয়েছেন, আমরা মহামারীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমরা শারীরিক ও মানসিকভাবে মারা গেছি, আর কী করতে হবে তা আমরা জানি না। পৃথিবীতে সমস্ত সমাধান শেষ হয়ে গেছে। একমাত্র সমাধান আকাশের কাছে। গার্ডিয়ান

[caption id="attachment_1104615" align="aligncenter" width="463"] বিপর্যস্ত ইতালিতে ডাক্তারদের কোনো ফুসরত মিলছে না।[/caption]

[৪] প্রতি বছরের ১৪ ফেব্রুয়ারি আমরা যে ভালোবাসা দিবস পালন করি সেটাও এসেছে এই ইতালি থেকে। কিন্তু আজ আর ভালোবাসতে দেখা যাচ্ছে না ইতালিয়ানদের। সরকারের আদেশ মেনে সবাই নিজ ঘরকে কোয়ারেন্টাইন বানিয়ে সেখানে অবস্থান করছেন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে বলে কেউই কোনোরকম ঝুঁকি নিচ্ছেন না।

[৫] ওয়ার্ল্ডোমিটারের খবর অনুযায়ী এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইতালিতে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৮২৫। গতকাল ৭৯৩জন, শুক্রবার ৬২৭ এবং বৃহস্পতিবার ৪২৫জন মারা গেছে। আর মোট আক্রান্ত ৫৩ হাজার ৫৭৮ জন। করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের চেয়েও ইতালিতে মৃতের সংখ্যা বেশি। চীনে মোট মারা গেছেন ৩ হাজার ২৬১জন।

[caption id="attachment_1104620" align="aligncenter" width="573"] প্রতিনিয়ত শোক পালন করাও সম্ভব হচ্ছে না ইতালিয়ানদের। ফলে একসঙ্গে শোক ব্যানার টানিয়ে রেখেছে তারা।[/caption]

[৬] লাশের সারি পাড়ি দিয়ে ভালোবাসায় মেতে উঠতে পারছেন না ইতালিয়ানরা। তবে আনন্দ থামাছেন না। নিজেদের বারান্দা থেকে গান গেয়ে অন্য বারান্দার মানুষকেও বিনোদিত করছেন অনেকে। পানির বড় জার, থালা-বাসনসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে বাজনা বাজিয়ে একঘেয়েমি দূর করছেন অনেকে। পুরো দেশ লক ডাউন আছে। ইতালিয়ানরা জানে না কবে তাদের দুর্দশা দূর হবে। জুলিয়াস সিজার কিংবা রোমিওদের গড়ে যাওয়া আকাশে আবারও সুবাতাস বইয়ে দেয়ার আশায় অপেক্ষমান আছেন ইতালিয়ানরা। আল জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়