শিরোনাম
◈ ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি ◈ কুমিল্লায় প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের দেশীয় অস্ত্রের মহড়া, আতঙ্কে নগরবাসী; আটক ৩ ◈ যুক্তরাষ্ট্র কঠোর হচ্ছে ‘বার্থ টুরিজম’ বন্ধে ◈ আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে ভারতের গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন, আইন মন্ত্রণালয়ের বিবৃতি ◈ যেসব অঞ্চলে সকালের মধ্যে ঝড় হতে পারে ◈ কুয়েটের ভিসি-প্রো-ভিসিকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি ◈ ভারত কি পাকিস্তানে সিন্ধু নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে? ◈ আ.লীগ নিষিদ্ধের কথা বললে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় সরকার: শহিদি সমাবেশে সারজিস আলম ◈ কৃষি বিপ্লবের হাতছানি, ৪২০০ টাকার ন্যানো সার মিলবে ২৩০ টাকায়! ◈ পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ভ্যাটিকানে অধ্যাপক ইউনূস

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালোবাসার দেশ ইতালি এখন মৃত্যুপুরী, দীর্ঘ হচ্ছে লাশের সারি

আক্তারুজ্জামান : [২] উইলিয়াম শেক্সপিয়রের অমর সৃষ্টি রোমিও-জুলিয়েটের দেশে এখন প্রেম নেই। আছে সারি সারি লাশ। প্রেমিকার উদ্দেশে প্রেমিকের ছড়িয়ে দেয়া রোমান্টিক বার্তা নেই, বাতাসে আছে লাশের গন্ধ। উৎসবপ্রিয় ইতালিয়ানরা আজ নিজেদের অবরুদ্ধ রেখেছেন যার যার ঘরে। আর লাশের সারি এতোই দীর্ঘ যে সৎকারের লোক পাওয়া যাচ্ছে না। বিবিসি

[caption id="attachment_1104606" align="aligncenter" width="433"] এভাবেই প্রতিদিন শত শত লাশ বের করতে হচ্ছে ইতালির ডাক্তারদের।[/caption]

[৩] ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ্পো কন্তে এক বার্তায় জানিয়েছেন, আমরা মহামারীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমরা শারীরিক ও মানসিকভাবে মারা গেছি, আর কী করতে হবে তা আমরা জানি না। পৃথিবীতে সমস্ত সমাধান শেষ হয়ে গেছে। একমাত্র সমাধান আকাশের কাছে। গার্ডিয়ান

[caption id="attachment_1104615" align="aligncenter" width="463"] বিপর্যস্ত ইতালিতে ডাক্তারদের কোনো ফুসরত মিলছে না।[/caption]

[৪] প্রতি বছরের ১৪ ফেব্রুয়ারি আমরা যে ভালোবাসা দিবস পালন করি সেটাও এসেছে এই ইতালি থেকে। কিন্তু আজ আর ভালোবাসতে দেখা যাচ্ছে না ইতালিয়ানদের। সরকারের আদেশ মেনে সবাই নিজ ঘরকে কোয়ারেন্টাইন বানিয়ে সেখানে অবস্থান করছেন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে বলে কেউই কোনোরকম ঝুঁকি নিচ্ছেন না।

[৫] ওয়ার্ল্ডোমিটারের খবর অনুযায়ী এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইতালিতে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৮২৫। গতকাল ৭৯৩জন, শুক্রবার ৬২৭ এবং বৃহস্পতিবার ৪২৫জন মারা গেছে। আর মোট আক্রান্ত ৫৩ হাজার ৫৭৮ জন। করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের চেয়েও ইতালিতে মৃতের সংখ্যা বেশি। চীনে মোট মারা গেছেন ৩ হাজার ২৬১জন।

[caption id="attachment_1104620" align="aligncenter" width="573"] প্রতিনিয়ত শোক পালন করাও সম্ভব হচ্ছে না ইতালিয়ানদের। ফলে একসঙ্গে শোক ব্যানার টানিয়ে রেখেছে তারা।[/caption]

[৬] লাশের সারি পাড়ি দিয়ে ভালোবাসায় মেতে উঠতে পারছেন না ইতালিয়ানরা। তবে আনন্দ থামাছেন না। নিজেদের বারান্দা থেকে গান গেয়ে অন্য বারান্দার মানুষকেও বিনোদিত করছেন অনেকে। পানির বড় জার, থালা-বাসনসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে বাজনা বাজিয়ে একঘেয়েমি দূর করছেন অনেকে। পুরো দেশ লক ডাউন আছে। ইতালিয়ানরা জানে না কবে তাদের দুর্দশা দূর হবে। জুলিয়াস সিজার কিংবা রোমিওদের গড়ে যাওয়া আকাশে আবারও সুবাতাস বইয়ে দেয়ার আশায় অপেক্ষমান আছেন ইতালিয়ানরা। আল জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়