মুসফিরাহ হাবীব: [২] মৃত্যুর আগে কলকাতার জনপ্রিয় অভিনেতা তাপস পাল শেষ কাজ করেছিলেনন ‘বাঁশি’ সিনেমায়। যদিও ছবির ডাবিং শেষ করে যেতে পারেননি তিনি। ছবিতে তার গলায় ডাবিং করেছেন কণ্ঠশিল্পী শোভন কামিলা।
[৩] অবশেষে প্রকাশ্যে এসেছে ‘বাঁশি’ সিনেমার ট্রেলার। ‘বাঁশি’র পরিচালক তুহিন সিংহ ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, আমার সঙ্গে ‘অসমাপ্ত’ বলে একটি ছবি করার জন্য কথা হয়েছিল তাপসদার। কিন্তু তা অসমাপ্তই রয়ে গেল। তাপস পাল বলেছিলেন, মুম্বাই থেকে ফিরেই ‘বাঁশি’র ডাব করবেন। তা আর হল না। বার বার বলেছিলেন, রাজনীতি নয়, তিনি আবার সিনেমায় ফিরে আসতে চান।
[৪] মাত্র বাইশ বছর বয়সে ১৯৮০ সালে মুক্তি পেয়েছিল তাপস পালের প্রথম ছবি ‘দাদার কীর্তি’। বক্স অফিসে সফল সেই ছবি রাতারাতি সুপারস্টার করে দেয় তাকে। এরপর একের পর এক সুপারহিট ছবিতে মুখ্য ভূমিকায় মাতিয়ে রাখেন দর্শকদের। ‘সাহেব’, ‘ভালবাসা ভালবাসা’, ‘গুরুদক্ষিণা’, ‘মায়া মমতা’, ‘সুরের ভুবনে’, ‘সমাপ্তি’, ‘উত্তরা’, ইত্যাদি ছবি তাকে তুলে দেয় জনপ্রিয়তার শীর্ষে। ‘সাহেব’ ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন তিনি। এছাড়াও বলিউড সুপারস্টার মাধুরী দীক্ষিতের প্রথম ছবি ‘অবোধ’-এ তার নায়ক ছিলেন তাপস পাল।
আপনার মতামত লিখুন :