সিরাজুল ইসলাম: [২] বৃহস্পতিবার পার্লামেন্টে উচ্চকক্ষে তিনি শপথ নেন। সেখানে কংগ্রেস এমপিরা তাকে লক্ষ্য করে ‘শেম-শেম’ আওয়াজ তোলেন। এনডিটিভি
[৩] ভারতের ইতিহাসে এই প্রথম কোন বিচারপতি এমপি হিসেবে শপথ নিলেন। তার নিয়োগকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসাবে তুলে ধরা হয়। চার মাস আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে তিনি অবসর নেন।
[৪] আত্মপক্ষ সমর্থন করে রঞ্জন গগৈ বলেন, তিনি এমপি হিসেবে শপথ নেয়ায় আইনসভার সামনে এবার দেশের বিচার বিভাগের দৃষ্টিভঙ্গি উপস্থাপনের সুযোগ হবে। আইনসভা ও বিচার বিভাগ মিলিত এই অভিজ্ঞতা জাতির সেবায় ভালভাবে কাজ করতে সহায়ক হবে।
[৫] বিরোধী দল কংগ্রেস বিচারপতি গগৈর এই নিয়োগকে সংবিধানের মৌলিক কাঠামোর উপর ‘গুরুতর, অভূতপূর্ব ও অগ্রহণযোগ্য আক্রমণ’ বলে উল্লেখ করেছে।
[৬] কংগ্রেস এমপি মনু সিংভি বলেন, বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা এবং বিশ্বাস রয়েছে। বিচারপতিকে এমপি নিয়োগে ঘটনায় মানুষ আস্থা ও বিশ্বাস হারাবে।
[৭] তার শপথের সময় কংগ্রেস এমপিরা ওয়াক আউট করেন। সূত্র: ইকোনমিক টাইমস
[৮] রঞ্জন গগৈর সময় সুপ্রিম কোর্ট ২.৭৭ একর জমি রাম মন্দিরের জন্য এবং বিকল্প স্থানে মসজিদের জন্য ৫ একর জমি দেওয়ার রায় দেয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আপনার মতামত লিখুন :