আসিফ কাজল: [২] ১ এপ্রিল শুরু হওয়া এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। তৈরি হয়েছে প্রশ্নপত্র, নির্ধারণ করা হয়েছে পরীক্ষা সেন্টার। তবে করোনাভাইরাসের কারণে শিক্ষার্থী ও অভিভাবক নিজ নিজ প্রতিষ্ঠানের কাছে আপত্তি জানানোয় পরীক্ষা পিছিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
[৩] ঢাকা শিক্ষা বোর্ডের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, করোনাভাইরাসের কারণে শিক্ষা মন্ত্রণালয় গঠিত জাতীয় আইনশৃঙ্খলা কমিটির সভাও স্থগিত করা হয়েছে। এই সভার মতো স্থগিত হতে পারে এইচএসসি পরীক্ষাও।
[৪] ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, পরীক্ষা পেছানোর ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সিদ্ধান্ত আসতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।
[৫] বোর্ডের একজন কর্মকর্তা বলেন, পরিস্থিতি যেমনি হোক না কেন পরীক্ষা পিছিয়ে দেওয়া সঠিক সিদ্ধান্ত হবে। পরিস্থিতি ভালো থাকলেও কমপক্ষে ১৫ দিন পরীক্ষা পিছিয়ে দিতে হবে। পরিস্থিতি খারাপ হলে আরও বেশি সময় নিতে হবে। এই আতঙ্কের মধ্যে শিক্ষার্থীরা মোটেও ভালো প্রস্তুতি নিতে পারবে না।
[৬] ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাউজিয়া বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কোচিং সেন্টার বন্ধ, নির্ধারিত সময়ে পরীক্ষা নিলে ফলাফল বিপর্যয় হতে পারে। আশাকরি আন্তঃশিক্ষা বোর্ড বিষয়টি বিবেচনায় রাখবে। (সারাবাংলা)
আপনার মতামত লিখুন :