জাকারিয়া জোসেফঃ[২] অসহায় দৃষ্টি প্রতিবন্ধীকে নগদ টাকা ,বস্ত্র প্রদান করা হয়েছে। দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর দক্ষিণপাড়ার মৃত আরব আলীর দৃষ্টি প্রতিবন্ধী মাদরাসা পড়ুয়া মোঃ তায়েফ কে নগদ টাকা ও বস্ত্র প্রদান করেন দৈনিক জনতার কণ্ঠ'র উপদেষ্টা অষ্ট্রিয়া প্রবাসী সমাজসেবক মোঃ মাইদুল মিয়া।
জনতার কন্ঠে তায়েফ মিয়া(১৩)কে নিয়ে নিউজ প্রকাশের পর অষ্ট্রিয়া প্রবাসী মাইদুল মিয়া এই অর্থ,বস্ত্র সহায়তা প্রদান করেন। দৈনিক জনতার কন্ঠের সম্পাদক জাকারিয়া হোসেন জুসেফ,র মাধ্যমে জনতার কন্ঠ উপদেষ্টা সামছুল ইসলাম আবাব, কালের সিলেট পত্রিকার সম্পাদক মোঃ সুজন মিয়া, দৈনিক জনতার কণ্ঠের বার্তা সম্পাদক এস এম উমেদ আলী, মোঃ সেলু মিয়া তায়েফ আলী কাছে টাকা ও বস্ত্র তুলে দেন। উলেখ্য যে, তাড়ল ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মশাহিদ মিয়ার বড় ছেলে মাইদুল মিয়া দিরাই শাল্লার অসহায় মানুষের পাশে নিজেকে জড়িয়ে রাখছেন বহুদিন যাবত। মোটোফোনে মাইদুল মিয়া বলেন এলাকার অসহায় মানুষের পাশে সাধ্য অনুযায়ী যখনি দাড়াই প্রশান্তি পাই। মানুষ মানুষের জন্যে মনে করে সমাজের সবাইকে একে অন্যের পাশে দাড়ানোর আহবানও জানান তিনি।
আপনার মতামত লিখুন :