সিরাজুল ইসলাম: [২] সব চেয়ে বেশি ভুলে যাওয়া দিন ২০১৯ সালের ৩ আগস্ট। উবারের হারানো ও পাওয়া সূচকে এ কথা বলা হয়েছে। বিবিসি, টিওআই, ইয়াহু
[৩] উবার ট্যাক্সিতে যাত্রীরা কী কী করেন-এমন তথ্য বিশ্লেষণ করে এ সূচক নির্ধারণ করা হয়েছে।
[৪] ভারতের ১০টি ভুলে যাওয়া শহরের তালিকার ৪ নম্বরে রয়েছে রাজধানী দিল্লি। ব্যাঙ্গালুরু রয়েছে পাঁচ নম্বরে।
[৫] ভুলে ফেলে যাওয়া ২০টি পণ্য তালিকার শীর্ষে রয়েছে আম, সাফারি স্যুট, ফুলের তোড়া, সামরিক সদস্যর জুতা, কৃতজ্ঞপত্র, মিশেল ওবামার স্মৃতিকথা।
[৬] বৃহস্পতিবার ও শুক্রবার যাত্রীরা বেশি জিনিসপত্র গাড়িতে ফেলে যায়। সম্ভবত দুপুর ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত সব চেয়ে বেশি ভুলে যাওয়ার সময়।
[৭] যাত্রীরা গিটার বেশি ফেলে যায় শনি ও রোববার। দুপুরের খাবারের বাক্স বেশি ফেলে যাওয়া হয় মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার।
আপনার মতামত লিখুন :