মিরাজুল মারুফ : [২] ভিডিও বার্তায় ফাতিমা আলিয়াস নিমিশা ও সোনিয়া সেবাসটিয়ান আয়েশা এ কথা বলেছেন। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, দি উইক, রেডিট ডট কম
[৩] তারা দুজন কলেজ জীবনের বন্ধু এবং সনাতন ও খৃস্ট ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
[৪] তারা আফগানিস্তান আইএসের সদস্য ছিল। দেশটিতে বেশিরভাগ এলাকায় তাদের পতন হয়। যুদ্ধে নিমিশার স্বামী ঈশা ও সোনিয়ার স্বামী আব্দুর রশিদ মারা যায়।
[৫] আব্দুর রশিদ কাসারগদ এলাকার আইএস প্রধান ছিলেন।
[৬] সোনিয়া তার স্বামীর পরিবারে ফিরতে চান এবং বলে আফগানিস্তানে তিনি খুবই অখুশি ও হতাশ আছেন ।
[৭] নিমিশা তার মায়ের কাছে ফিরতে চান ।
আপনার মতামত লিখুন :