শিরোনাম
◈ জামিনে বের হয়ে সাক্ষীসহ ৫ জনকে ‘কোপাল’ হত্যার আসামি ◈ আগস্টে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করবে সরকার ◈ চার দিনের সফরে সুইজারল্যান্ডে আজ রাতে যাবেন প্রধান উপদেষ্টা ◈ আটকে রাখা তিন কার্গো, বাণিজ্যে ‘ভাগ’ চায় আরাকান আর্মি! ◈ আগস্ট মাসে নির্বাচন চান রাজনীতিবিদরা, কিন্তু কতটা যৌক্তিক ◈ শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ◈ সন্তানদের সুস্থ ভবিষ্যতের জন্যই পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ◈ ১৮ দিনে এলো ১৪৭২৩ কোটি টাকা, ৯টি ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স ◈ বিস্ফোরণে দগ্ধ  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন  ◈ ফল প্রকাশ মেডিকেল ভর্তি পরীক্ষার 

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাগরে আরেক প্রমোদতরী

আন্তর্জাতিক ডেস্ক : [২] করোনা ভাইরাস সংক্রমণের কারণে সহস্রাধিক আরোহী নিয়ে সাগরে আটকা পড়েছে আরেক ব্রিটিশ প্রমোদতরী। এমএস ব্রেমার নামে জাহাজটি বাহামার শুল্কমুক্ত নৌপরিবহন কেন্দ্র থেকে প্রায় ২৫ মাইল দূরে নোঙর করেছে। পাঁচ আরোহীর শরীরে করোনা শনাক্ত হওয়ায় প্রমোদতরীটিকে তীরে ভেড়ার অনুমতি দেয়নি স্থানীয় কর্তৃপক্ষ।

[৩] ইউএসএটুডে জানিয়েছে, ফ্রেড ওলসেন ক্রুজলাইন পরিচালিত জাহাজটি শনিবার বাহামার দক্ষিণ-পশ্চিমে নোঙর করে। এতে ৬৮২ যাত্রী ও ৩৮১ ক্রু রয়েছেন। তাদের বেশিরভাগই ব্রিটিশ নাগরিক। এরই মধ্যে তাদের এক যাত্রী ও চার ক্রু করোনা আক্রান্ত হয়েছেন। বাহামাকে সহায়তা করতে দুই ব্রিটিশ কর্মকর্তা বন্দরে পৌঁছেছেন।

[৪] এর আগে ব্রিটিশ কোম্পানি প্রিন্সেস ক্রুজের দুটি প্রমোদতরীতে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা গেছে। গত মাসে জাপানের ইয়োকোহামা বন্দরে প্রায় তিন হাজার ৭০০ আরোহী নিয়ে আটকা পড়ে দৈত্যাকার জাহাজ ডায়মন্ড প্রিন্সেস।

[৫] এ পর্যন্ত জাহাজটির সাত শতাধিক আরোহী করোনা আক্রান্ত হয়েছেন, মারা গেছেন অন্তত ছয়জন। সপ্তাহখানেক আগে ক্যালিফোর্নিয়ায় গ্রান্ড প্রিন্সেস নামে আরেকটি প্রমোদতরীতে করোনা হানা দিয়েছে। এ পর্যন্ত জাহাজটির প্রায় আড়াই হাজার আরোহীর মধ্যে দুই যাত্রী ও ১৯ ক্রু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

[৬] বাহামা কর্তৃপক্ষ জানিয়েছে, ভাইরাসের ঝুঁঁকির কারণে তারা জাহাজটিতে তীরে ভিড়তে দিতে পারছে না। তবে এতে খাদ্য, ওষুধসহ সব ধরনের সহায়তা হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়